ড. কেএইচএম নাজমুল হুসাইন নাজির
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৮:০৪ এএম
প্রিন্ট সংস্করণ
পোষা প্রাণীর স্বাস্থ্যসেবা

চ্যালেঞ্জ ও সম্ভাবনা

চ্যালেঞ্জ ও সম্ভাবনা

প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবার পৃথিবী জুড়ে পালিত হয় বিশ্ব ভেটেরিনারি দিবস, যা প্রাণী স্বাস্থ্যসেবায় নিয়োজিত সব পেশাজীবীর প্রতি সম্মান প্রদর্শন করতে উৎসর্গিত। যথাযথ কর্মসূচি পালনের মাধ্যমে আজ শনিবার (২৬ এপ্রিল, ২০২৫) এবারের বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘Animal Health Takes a Team’ বা ‘প্রাণী স্বাস্থ্য নিশ্চিত করতে প্রয়োজন একটি সম্মিলিত প্রচেষ্টা’। এ প্রতিপাদ্য প্রাণী স্বাস্থ্য খাতে নিয়োজিত সব পেশাজীবী, বিশেষজ্ঞ ও সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরে।

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে ও প্রাণী স্বাস্থ্যসেবা একটি দ্রুত বিকাশমান খাত, যা দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গবাদি পশু, হাঁস-মুরগি এবং অন্যান্য পোষা প্রাণী পালনকারীরা তাদের স্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত ভেটেরিনারি সেবা গ্রহণ করছেন। ফলে কৃষির পাশাপাশি কৃষকরা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত প্রাণিসম্পদ উৎপাদন করতে সক্ষম হচ্ছেন, যা দেশের খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পোষা প্রাণী স্বাস্থ্যসেবা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন প্রফেসর ড. কে এইচ এম নাজমুল হুসাইন নাজির, সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্মল অ্যানিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন।

বর্তমানে বাংলাদেশে পোষা প্রাণী শুধু অবসরের সঙ্গী নয়, হয়ে উঠেছে পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। কুকুর, বিড়াল, খরগোশ, গিনিপিগ, ম্যাকাও, কবুতরের মতো প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা দিন দিন বাড়ছে। এ বিশ্বায়নের যুগে যেখানে সারা বিশ্বে পোষা প্রাণীর সংখ্যা এক বিলিয়নেরও বেশি, সেখানে বাংলাদেশও পিছিয়ে নেই। সম্প্রতি এক সমীক্ষায় জানা গেছে, দেশে প্রায় ১.৭ মিলিয়ন কুকুর রয়েছে, যার মধ্যে প্রায় তিন লাখ কুকুর পোষা প্রাণী হিসেবে পালন করা হয়। অন্যদিকে, বিড়ালের সংখ্যা প্রায় চার মিলিয়নের কাছাকাছি। এ সংখ্যা ক্রমাগত বেড়ে চলায়, দেশজুড়ে পোষা প্রাণীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গড়ে উঠেছে নানা ধরনের আধুনিক ক্লিনিক ও হাসপাতাল। বর্তমানে বাংলাদেশে প্রায় ৩০০টির মতো পেট ক্লিনিক রয়েছে, যেগুলোর প্রত্যেকটিতেই নিবন্ধিত ভেটেরিনারিয়ানরা সেবা দিয়ে যাচ্ছেন। তারা টিকা প্রদান, চিকিৎসা, অপারেশনসহ নানা গুরুত্বপূর্ণ সেবা দিয়ে পোষা প্রাণীদের সুস্থ রাখার কাজে নিয়োজিত আছেন। এ ছাড়া, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল, জেলা প্রাণিসম্পদ হাসপাতাল এবং উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালগুলোও নিরলসভাবে কাজ করে চলেছে পোষা প্রাণীর চিকিৎসা ও পরিচর্যায়। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে গড়ে ওঠা এ অবকাঠামোগুলো নগরায়ণের সঙ্গে তাল মিলিয়ে দেশের প্রাণী স্বাস্থ্যসেবাকে আরও সুসংহত করছে।

পাশাপাশি বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (বিভিসি), বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (বিভিএ) এবং বাংলাদেশ স্মল অ্যানিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের মতো সংগঠনগুলো পোষা প্রাণীর স্বাস্থ্যসেবায় প্র্যাকটিকাল গাইডলাইন দিয়ে যাচ্ছে। তারা পেট প্র্যাকটিশনারদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক চিকিৎসা পদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিয়মিত প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করছে।

বাংলাদেশে পোষা প্রাণীর প্রতি মানুষের আগ্রহ বাড়লেও, তাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় এখনো নানা ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। একদিকে যেমন বাড়ছে পোষা প্রাণীর সংখ্যা, অন্যদিকে সেই অনুপাতে বাড়েনি প্রয়োজনীয় পরিকাঠামো ও মানসম্পন্ন সেবার পরিসর। বিশেষজ্ঞরা বলছেন, দেশের পোষা প্রাণী খাত এখনো নানা সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। এর মধ্যে রয়েছে জনসচেতনতার অভাব, দক্ষ ও অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের ঘাটতি, অবকাঠামোগত দুর্বলতা, মানসম্পন্ন ওষুধ ও ভ্যাকসিনের সীমিত প্রাপ্যতা এবং জনস্বাস্থ্য ঝুঁকি। এ ছাড়া, এই খাতের জন্য উপযুক্ত ও কার্যকর আইন ও নীতিমালার অভাব উন্নয়নের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

তবে আশার কথা হচ্ছে—বাংলাদেশ সরকার এরই মধ্যে এ খাতের উন্নয়নে কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে। ভেটেরিনারি শিক্ষা ও গবেষণায় আধুনিক প্রযুক্তির সংযোজন, প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন এবং বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালের আধুনিকায়ন চলছে। ফলে শহরাঞ্চলে ধীরে ধীরে বেড়েছে সেবার পরিধি ও মান।

ভবিষ্যতে এ খাতে আরও উন্নয়ন আনতে যে বিষয়গুলোর দিকে নজর দেওয়া প্রয়োজন, তার মধ্যে রয়েছে—বিশেষায়িত পেট হসপিটাল ও ভেট ক্লিনিক প্রতিষ্ঠা, পোষা প্রাণী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা ও পণ্য সহজলভ্য করা, গবেষণা ও জেনেটিক ব্রিডিং প্রোগ্রামের বিস্তার, আবহাওয়াসহিঞ্চু জাত সংরক্ষণ।

প্রাণী স্বাস্থ্য খাতের সফলতা অর্জনের জন্য ভেটেরিনারিয়ানদের একক প্রচেষ্টাই যথেষ্ট নয়, বরং দরকার সব সংশ্লিষ্ট পেশাজীবীর সম্মিলিত উদ্যোগ। কারণ ভেট চিকিৎসকরা শুধু চিকিৎসাই করেন না, বরং পোষা প্রাণীর সঠিক খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পোষা প্রাণীর স্বাস্থ্য উন্নত করতে হলে, নিশ্চিত করতে হবে সুষম খাদ্য, নিয়মিত টিকা প্রদান ও সময়োপযোগী চিকিৎসা। এজন্য একটি সুসংগঠিত ও দক্ষ টিম গঠনের বিকল্প নেই, যারা প্রাণীর স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করতে কাজ করবে একটি সুস্থ, সহানুভূতিশীল সমাজ গড়ার লক্ষ্যে। পোষা প্রাণীর স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসকের ওপর নির্ভর করে না—এ খাতের সফলতার পেছনে রয়েছে এক দল নিবেদিত পেশাজীবীর সম্মিলিত প্রচেষ্টা। নগরায়ণের সঙ্গে তাল মিলিয়ে, বাংলাদেশেও পোষ্যদের স্বাস্থ্য ও কল্যাণে কাজ করছে বিভিন্ন ধরনের পেশাজীবী ও প্রতিষ্ঠান। যেমন—ভেটেরিনারি চিকিৎসক ও টেকনিশিয়ান, পোষা প্রাণী পরিচর্যাকারী, পোষা প্রাণী পুষ্টি বিশেষজ্ঞ, প্রশিক্ষক ও আচরণবিদ, প্রাণী আশ্রয়কেন্দ্র ও অ্যাডপশন এজেন্সি, পোষা প্রাণী সেবা প্রদানকারী, ফার্মাসিস্ট ও পণ্য সরবরাহকারীসহ আরও কিছু পেশাজীবী পোষা প্রাণীর স্বাস্থ্যসেবাকে একটি সমন্বিত ও কার্যকর ব্যবস্থায় রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। শুধু চিকিৎসকই নয়, প্রতিটি স্তরে থাকা এ সম্মিলিত প্রচেষ্টার ফলেই বাংলাদেশে ধীরে ধীরে গড়ে উঠছে একটি সুশৃঙ্খল ও মানবিক পোষা প্রাণী স্বাস্থ্যব্যবস্থা।

লেখক: বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ, ভেটেরিনারি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি

সাকিবের প্রিয় ‘শিকারের’ তালিকায় তামিম, দেখে নিন পুরো তালিকা

‘ভয়ংকর আফ্রিদির’ মুখোশ খুললেন তানভীর রাহী

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

তথ্য গোপন করে প্রধান শিক্ষক, অতঃপর...

পুঁজিবাজারের প্রতারক চক্র গোয়েন্দা সংস্থার নজরে: ডিএসই

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম 

চট্টগ্রামে সেপটিক ট্যাঙ্কে নেমে ২ শ্রমিকের মৃত্যু

রাতে খাওয়ার পরও ক্ষুধা লাগার কারণ জেনে নিন

বৃষ্টি-গরম নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১০

প্রেমের স্মৃতি টেনে কিমের সঙ্গে দেখা করতে চাইলেন ট্রাম্প

১১

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

১২

নদীভাঙনের কবলে শতবর্ষী স্কুল, হুমকিতে মাঠ ও শহীদ মিনার

১৩

আবারও সেরা ব্রাজিল, কলম্বিয়াকে হারিয়ে জিতল টানা তৃতীয় শিরোপা

১৪

দুদিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

১৫

‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের পেজটি গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট

১৬

সরকারি ইজারাবিহীন বালুমহালে মোবাইল কোর্টের হানা

১৭

পর্দায় শুভশ্রীর সঙ্গে নিজেকে দেখে অশ্রুসিক্ত দেব

১৮

মার্কিন শুল্কে কঠোর অবস্থানে মোদি

১৯

‎নামাজ শেষে বেরিয়ে সড়কে গেল জামায়াত নেতার প্রাণ

২০
X