কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:০১ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

‘নতুন বাংলাদেশের সূচনা’

‘নতুন বাংলাদেশের সূচনা’

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার বিকেল ৫টায় জুলাই জাতীয় সনদ ২০২৫-এ স্বাক্ষর করেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরাও জুলাই সনদে স্বাক্ষর করেছেন। বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসানসহ বিভিন্ন দলের নেতারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। তবে অনুষ্ঠানে যোগ দেননি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বাম ধারার চারটি রাজনৈতিক দলও অনুষ্ঠানে অংশ নেয়নি। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ। বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান।

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই সনদ দিয়ে আমাদের বাংলাদেশ পরিবর্তন হবে। এ পরিবর্তন সম্ভব হলো ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে। এটা হলো গণঅভ্যুত্থানের দ্বিতীয় অংশ। আমরা পুরোনো কথাবার্তাগুলো পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম। সংসদ থেকে শুরু করে সরকার পরিচালনা—অনেক বিষয়ে আমরা এ পরিবর্তনগুলো নিয়ে আসলাম। এ পরিবর্তন এখন আমাদের সামনের দিকে নিয়ে যাবে। আমার সেই পথে অগ্রসর হব। আমাদের নবজন্ম হলো আজকে। এ স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম।’

অনুষ্ঠানের শুরুতে দেওয়া বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, ‘আমাদের অনেক স্রোত, কিন্তু মোহনা একটি। সেটি হলো গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। সেই স্বপ্ন, প্রত্যাশার স্মারক যতটুকু অর্জিত হয়েছে; জুলাই জাতীয় সনদ সেটির প্রথম পদক্ষেপ। এ অগ্রসরমানতায় বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকের ভূমিকা আছে। প্রত্যাশা থাকবে, রাজনৈতিক দলগুলো মত ও পথের পার্থক্য থাকা সত্ত্বেও এগিয়ে নিয়ে যাবে।’

অন্যদিকে দুপুরে এক অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় অনেক কমিশন হয়েছে। শ্রম কমিশন হয়েছে। কিন্তু এ কমিশন নিয়ে কোনো আলোচনা নেই। স্বাস্থ্য কমিশন নিয়ে কোনো আলোচনা নেই। মানুষের জীবনের সঙ্গে যে যে জনসেবামূলক প্রতিষ্ঠান জড়িত, যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জড়িত, তার সংস্কার নিয়ে কোনো আলোচনা নেই। শুধু নির্বাচনকেন্দ্রিক ছয়টি সংস্কার কমিশন নিয়ে ঐকমত্য কমিশন গঠন হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নানা পর্যায়ে আলোচনার মাধ্যমে এ সনদ প্রণয়ন করা হয়। পরবর্তী সময়ে খসড়াটি পরিমার্জনের জন্য দেশের রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। গত বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা।

জুলাই বিপ্লবীদের দল এনসিপির সনদে স্বাক্ষর না করার বিষয়টি নিঃসন্দেহে একটি বড় অসম্পূর্ণতা। আমাদের প্রত্যাশা, সংশ্লিষ্টদের সঙ্গে জুলাই বিপ্লবীদের আলাপ-আলোচনার ভিত্তিতে বিষয়টি পূর্ণতা পাবে। অন্যথায় বিদ্যমান সংকট বাড়বে বৈ কমবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের সম্মানটুকু কলঙ্কিত করবেন না, এনসিপিকে ফারুক

শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

দামি সাপ্লিমেন্ট নয়, তারুণ্য ধরে রাখতে দরকার কিছু সহজ অভ্যাস

দেশের সবচেয়ে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন হিসেবে টেকনো উন্মোচন করল স্পার্ক ৪০ ফাইভজি

শহীদ ডা. সজীবের পিতাকে তারেক রহমানের উপহার

৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

যেসব সাধারণ ভুলে নষ্ট হতে পারে রান্নার স্বাদ

বিদেশ পালাচ্ছিলেন হত্যা মামলার আসামি, অতঃপর...

সারা দেশে ডিম-মুরগি উৎপাদন বন্ধের হুঁশিয়ারি 

পর্তুগালে বোরকা ও নিকাব নিষিদ্ধের বিল পাস

১০

টি-টোয়েন্টি দলে ফিরছেন দুই তারকা ক্রিকেটার

১১

সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু

১২

‘জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি’

১৩

‘কালবেলা নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতীক’

১৪

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন চূড়ান্ত একাদশ

১৫

বিয়ে করেছেন ‘দঙ্গল’-এর গীতা

১৬

আপনি কেমন মানুষ—এই ছবিই বলে দেবে অনেক কিছু!

১৭

শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি

১৮

প্রতিহিংসার রাজনীতি নয়, প্রতিযোগিতার রাজনীতি করুন : জুয়েল

১৯

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস 

২০
X