সাহারা খাতুন বাংলাদেশের রাজনীতিক ও আইনজীবী। তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি। সাহারা খাতুন ১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি বিএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং রাজনীতির পাশাপাশি ছিলেন আইনপেশায়ও। ছাত্রজীবন থেকেই ছাত্র রাজনীতিতে নাম লেখান। একাত্তরের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের দিনও তিনি অংশগ্রহণ করেন। সাহারা খাতুন প্রথমে নগর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা নির্বাচিত হন। পর্যায়ক্রমে মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সাধারণ সম্পাদক এবং নগর আওয়ামী লীগের সহসভাপতি, কেন্দ্রীয় কমিটিতে সহআইন সম্পাদক এবং আইন সম্পাদক নির্বাচিত হন। একসময় তিনি কাউন্সিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন। তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থান, আইয়ুব-ইয়াহিয়াবিরোধী আন্দোলন, দেশ স্বাধীন করার আন্দোলন, ’৭৫-এর পর অগণতান্ত্রিক ও স্বৈরশাসক এরশাদবিরোধী আন্দোলন এবং খালেদা জিয়ার নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন করেছেন রাজপথে। দেশের ইতিহাসে প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী ২০২০ সালের ৯ জুলাই মারা যান।
মন্তব্য করুন