ড. নাসির উদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০২:২৫ এএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

ইরাকের আবু দুলাফ মসজিদ

ইরাকের আবু দুলাফ মসজিদ

ইরাকের সালাদিন প্রদেশের সামারা জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এক প্রাচীন স্থাপনা ঐতিহাসিক আবু দুলাফ মসজিদ। ৮৫৯ সালে দশম আব্বাসীয় খলিফা আল-মুতাওয়াক্কিল মসজিদটি চালু করেন। আরেক দল গবেষকের দাবি, ৮৫৯ থেকে ৮৬১ সালের মধ্যে আব্বাসীয় খলিফা আল-মুতাওয়াক্কিল সামারা থেকে তার দপ্তর বা প্রশাসনিক ভবন ও আদালত তৎকালীন মুতাসিমের এলাকায় প্রতিষ্ঠিত মূল শহরের উত্তরে স্থানান্তরিত করেন এবং এই এলাকার নামকরণ করেন ‘আল-মুতাওয়াক্কিলিয়’। নতুন শহরের মধ্যে তিনি একটি কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করেন, যা স্থানীয়ভাবে জামি আবি দুলাফ (আবু দুলাফ মসজিদ) নামে পরিচিতি পায়। সামারার এই মসজিদটি আব্বাসীয় যুগের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আব্বাসীয় খিলাফতের স্থাপত্যকলা, নির্মাণশৈলী ও শৈল্পিকতার অনন্য উদাহরণ উপস্থাপন করে এই আবু দুলাফ মসজিদ।

মসজিদের অন্যতম বৈশিষ্ট্য একটি সর্পিল মিনার। সেই যুগের এই মসজিদ আব্বাসীয় তথা মুসলমানদের গর্ব এবং রাজনৈতিক ও ধর্মীয় শক্তি সাক্ষ্য বহন করে। এমনকি খিলাফত কর্তৃক মসজিদটি পরিত্যাগ করার পরও মসজিদটি আংশিকভাবে সংরক্ষিত ছিল। তবে প্রধানত লাঙল দিয়ে চাষাবাদের কারণে মসজিদ ও মসজিদ-সংলগ্ন কিছু এলাকা বেশ ক্ষতি হয়েছিল। সামারার প্রত্নতাত্ত্বিক শহরসহ মসজিদটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশনের একটি অংশ।

সামারার আবু দুলাফ মসজিদ মসজিদটি আয়তক্ষেত্রাকার আকৃতির। এখানে ইমাম দাঁড়ানোর স্থান বা ‘কিবলা করিডোর’ বেশ বড় আকৃতির। আয়তনের দিক থেকে মসজিদটি তৎকালীন বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি ছিল, যার আয়তন ছিল ৪৬ হাজার ৮০০ বর্গমিটার (৫ লাখ ৪ হাজার বর্গফুট)। বিখ্যাত সর্পিল মিনারটি মসজিদ কমপ্লেক্সের উত্তর দিকে অবস্থিত। মিনারের অনন্য নকশাটি ইরাকের ফিরুজাবাদের কাঠামোর আদলে নির্মিত বলে ধারণা করা হয়। আবার অনেকের বিশ্বাস, মিনারের এই নকশাটি মেসোপটেমিয়ার জিগুরাটসের (আধুনিক ইরাক) স্থাপত্য থেকে অনুপ্রাণিত।

বর্গাকার ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা এই মিনারটির উচ্চতা ৩২ মিটার (১০৫ ফুট)। মসজিদের আঙিনায় বেশকিছু অতিরিক্ত তোরণ বা গেট রয়েছে, যা নির্দেশ করে যে মসজিদের অভ্যন্তরভাগে শুক্রবারের জুমা নামাজের সময় অতিরিক্ত মুসল্লির উপস্থিতি ঘটত এবং তাদের বাইরে বসতে হতো। মিশরের কায়রোতে ইবনে তুলুন মসজিদে আবু দুলাফ মসজিদের অনুরূপ স্থাপত্য রয়েছে।

বর্তমানে সামারা মধ্য ইরাকের একটি শহর, যেটি ৮৩৬ থেকে ৮৯২ সাল পর্যন্ত আব্বাসীয় খিলাফতের রাজধানী হিসেবে পরিচিত ছিল। খলিফা আল-মুতাসিম দ্বারা প্রতিষ্ঠিত টাইগ্রিস নদীর পূর্ব তীর বরাবর কয়েক ডজন কিলোমিটার বিস্তৃত এই শহর নবম শতাব্দীর শেষার্ধে বাগদাদে খলিফার প্রতিষ্ঠার পর পরিত্যক্ত হয়েছিল। সামারায় পরবর্তী সময়ে অনেক দর্শনীয় মসজিদ নির্মিত হলেও আদি মসজিদ হিসেবে আবু দুলাফ মসজিদের ধ্বংসাবশেষের ঐতিহাসিক মূল্য আজও অম্লান।

লেখক: অবসরপ্রাপ্ত মেজর, গবেষক, বিশ্লেষক ও কলামিস্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১০

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১১

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১২

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৩

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৪

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৫

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৬

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৭

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৮

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১৯

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

২০
X