কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০২:৪২ এএম
আপডেট : ১০ জুন ২০২৪, ০৭:৪০ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

শহীদ আসাদ

জন্মদিন
শহীদ আসাদ

ঊনসত্তরের গণআন্দোলনে তুখোড় ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। শহীদ আসাদ নামেই তিনি সমধিক পরিচিত। তৎকালীন পূর্ব-পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের পতনের গণআন্দোলনের গুরুত্বপূর্ণ ছাত্রনেতা আসাদ ১৯৪২ সালের ১০ জুন নরসিংদী জেলার শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আলহাজ মাওলানা মোহাম্মদ আবু তাহের এবং মা মতি জাহান খাদিজা খাতুন।

আসাদ ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হন এবং ’৬৬ সালে বিএ ও ’৬৭ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। এ বছরই তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এবং কৃষক সমিতির সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নির্দেশনায় কৃষক সমিতিকে সংগঠিত করার লক্ষ্যে শিবপুর, মনোহরদী, রায়পুরা এবং নরসিংদী এলাকায় নিজেকে সম্পৃক্ত করেন। শহীদ আসাদ তৎকালীন ঢাকা হল (বতর্মান শহীদুল্লাহ হল) শাখার পূর্ব-পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে এবং পূর্ব-পাকিস্তান ছাত্র ইউনিয়ন (ইপসু-মেনন গ্রুপ), ঢাকা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৬৯ সালের ২০ জানুয়ারি পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে বাঙালি ছাত্রদের ১১ দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দেন ছাত্রনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সময়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র আসাদ। আসাদ শহীদ হওয়ার পর তিন দিনের শোক পালন শেষে ওই বছরের ২৪ জানুয়ারি আওয়ামী লীগের ছয় দফা ও ছাত্রদের ১১ দফার ভিত্তিতে সর্বস্তরের মানুষের বাঁধভাঙা জোয়ার নামে ঢাকাসহ সারা বাংলার রাজপথে। সংঘটিত হয় ঊনসত্তরের গণঅভ্যুত্থান। মূলত বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে আসাদের আত্মত্যাগ সে সময় চলমান আন্দোলনের গতিকে তীব্র পর্যায়ে নিয়ে যায়। পরবর্তীকালে গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হয় স্বৈরশাসক আইয়ুব খানের। তবে আরেক স্বৈরশাসক ইয়াহিয়া খান ক্ষমতায় বসে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন। সত্তর সালের সেই অভূতপূর্ব নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু ইয়াহিয়া ক্ষমতা না ছাড়াতে নানা টালবাহানা শুরু করেন। এরই ধারাবাহিকতায় একাত্তর সালে শুরু হয় মুক্তিযুদ্ধ।

আসাদের সেই আত্মত্যাগের এক গভীর আবেগ এবং সে সময় গণআন্দোলনে তার কী গভীর ও ব্যাপক প্রভাব ফেলেছিল, তাই ধ্বনিত হয়েছে প্রখ্যাত কবি শামসুর রাহমানের কবিতা ‘আসাদের শার্ট’ কবিতায়। কবি লিখেছেন, ‘গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের;/জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট;/উড়ছে হাওয়ায় নীলিমায়। বোন তার ভায়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে;/নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো;/হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষ্মতায়;/বর্ষীয়সী জননী সে-শার্ট;/উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে।;/ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর- শেভিত;/মায়ের উঠোন ছেড়ে এখন সে-শার্ট;/শহরের প্রধান সড়কে;/কারখানার চিমনি-চূড়োয়;/গমগমে এভেন্যুর আনাচে কানাচে;/উড়ছে, উড়ছে অবিরাম;/আমাদের হৃদয়ের রৌদ্র-ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে,/চৈতন্যের প্রতিটি মোর্চায়।…’

শহীদ আসাদ এ দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের মধ্যে চিরজাগরূক এক নাম; যেই নাম সর্বদা মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে পথ দেখায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদত্যাগ

পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের খোঁজে দুদক

১৮০ টাকার জন্য পরীক্ষা দিতে দিলেন না প্রধান শিক্ষক

৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

ভুলেও প্রেসার কুকারে রান্না করবেন না যে ৫ খাবার

আলো-অন্ধকারের দার্শনিক জহির রায়হানের জন্মবার্ষিকীতে গভীর অভিবাদন

‘ত্রাণ নয়, রাস্তা চাই’

‘ডাকসুকে ব্যবহার করে বড় নেতা হয়েছেন, শিক্ষার্থীদের উন্নয়ন হয়নি’

১০

প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে স্যুট পরে হাজির জেলেনস্কি

১১

এনসিপি থেকে বহিষ্কার হয়ে মাহিনের ‘বিস্ফোরক’ মন্তব্য

১২

বেরোবিতে তৃতীয় দিনেও অনশন চলছে, গঠনতন্ত্র চূড়ান্তে ইউজিসির সভা বৃহস্পতিবার

১৩

মাটির নিচে মিলল পিস্তল-গুলি

১৪

জুলাই গণহত্যার আসামির জামিন বিষয়ে আইন উপদেষ্টার বক্তব্য

১৫

নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া-আসা করলে কি ৪০ দিনের ইবাদত নষ্ট হয়ে যায়?

১৬

হঠাৎ অবসরে যাওয়ার ঘোষণা দিলেন মার্কিন বিমানবাহিনীর প্রধান

১৭

ইসিকে ৪০ লাখ ইউরো সহায়তা দেবে ইইউ

১৮

ভারতীয়রা কেন অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন করে?

১৯

আ.লীগ কার্যালয়ে এবার বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড

২০
X