কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয়রা কেন অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন করে?

ইসরায়েলের পতাকা ও নেতানিয়াহুর ছবি হাতে ভারতীয়রা। ছবি : সংগৃহীত
ইসরায়েলের পতাকা ও নেতানিয়াহুর ছবি হাতে ভারতীয়রা। ছবি : সংগৃহীত

ইসরায়েলি আগ্রাসন ও গাজায় চলমান গণহত্যার দৃশ্য আজ বিশ্ববাসীর সামনে স্পষ্ট। এমনকি পশ্চিমা বিশ্ব, যারা দীর্ঘদিন ধরে ইসরায়েলকে প্রশ্নহীনভাবে সমর্থন দিয়ে এসেছে, তারাও জনমতের চাপে অন্তত কিছুটা হলেও সমালোচনা করতে বাধ্য হচ্ছে। কিন্তু ব্যতিক্রম ভারত। ইসরায়েলকে ভারতের প্রশ্নাতীত সমর্থন এবং এর পেছনের স্বার্থগুলো নিয়ে একটি বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করেছে পার্সটুডে।

প্রতিবেদন বলা হয়েছে, ভারতীয়রা এবং দেশটির চরম ডানপন্থি সরকার একেবারে অন্ধ সমর্থনের ভঙ্গিতে তেল আবিবের পাশে দাঁড়িয়ে আছে—যা বহু বিশ্লেষকের কাছে ভারতীয় পররাষ্ট্রনীতির এক নৈতিক বিপর্যয় হিসেবে প্রতীয়মান হচ্ছে।

গত এক দশকে ইসরায়েল ও ভারতের সামরিক সম্পর্ক অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে দুই দেশের প্রতিরক্ষা বাণিজ্য যেখানে দাঁড়িয়েছিল ৫৬০ কোটি ডলারে, বর্তমানে সেটি আরও বেড়েছে। ভারত এখন ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা। উন্নতমানের ড্রোন, নজরদারি ব্যবস্থা থেকে শুরু করে নির্ভুল আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র—সবই ভারত ইসরায়েল থেকে আমদানি করছে। এই অস্ত্রগুলোর অনেকগুলো ফিলিস্তিনের মাটিতে ‘পরীক্ষিত’ হয়ে থাকে। ফলে এসব প্রযুক্তি কেনার অর্থ দাঁড়ায়, ভারত সরাসরি ইসরায়েলের দখলদারিত্ব ও গণহত্যার অর্থায়ন করছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, মোদি সরকারের মুসলিমবিরোধী মনোভাবও ইসরায়েল সমর্থনের পেছনে অন্যতম কারণ। ভারতের শাসক দল বিজেপি মুসলিমদের প্রতি যে বৈরী অবস্থান দেখিয়ে আসছে, তা ইসরায়েলের ফিলিস্তিনিবিরোধী নীতির সাথে অদ্ভুতভাবে মিলে যায়। ফলে কেবল সামরিক বাণিজ্য নয়, মতাদর্শগত ঘনিষ্ঠতাও ভারতকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্রে পরিণত করেছে।

গণতন্ত্রে দমননীতি

গাজায় ৭ অক্টোবরের পরপরই মোদি সরকার প্রথম বিশ্বনেতা হিসেবে ইসরায়েলের প্রতি সংহতি জানায়। অথচ তখনও নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। পরবর্তীতে যখন গাজার ওপর নির্বিচারে হামলা চালানো হলো, তখনও ভারতীয় সরকার নীরব থেকেছে। শুধু তাই নয়, ফিলিস্তিনিদের সমর্থনে যারা ভারতের ভেতরে প্রতিবাদ জানিয়েছে, সেই ছাত্র, শিক্ষক, অধিকারকর্মী ও সাংবাদিকদের দমন করতে রাষ্ট্রযন্ত্র সক্রিয় হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে, সমাবেশগুলো অনুমতি পায়নি, এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে কড়া আইন প্রয়োগ করা হয়েছে। ভারতীয় নাগরিকদের এই কণ্ঠরোধের কৌশল ইসরায়েলি দমননীতির সাথেই সাদৃশ্যপূর্ণ।

ভারতের ঐতিহাসিক অবস্থান থেকে সরে যাওয়া

একসময় ভারত ফিলিস্তিনি আন্দোলনের বড় সমর্থক ছিল। জাতিসংঘে ভারত বারবার ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে এবং দখলদারবিরোধী অবস্থানকে নিজের নৈতিক শক্তি হিসেবে তুলে ধরেছে। কিন্তু আজ ভারত সেই ইতিহাস ভুলে গিয়ে একেবারে বিপরীত পথে হাঁটছে। সমালোচকরা বলছেন, এটি শুধু ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতা নয়, বরং দেশটির উপনিবেশবিরোধী ঐতিহ্যের সাথেও বিশ্বাসঘাতকতা।

নাগরিক সমাজের প্রতিরোধ

যদিও সরকার ইসরায়েলপন্থি অবস্থানে অনড়, ভারতীয় নাগরিক সমাজ চুপ নেই। দিল্লি থেকে কেরালা পর্যন্ত মানবাধিকারকর্মী, শিক্ষক, শিল্পী, আইনজীবী ও ছাত্ররা গাজার পক্ষে সোচ্চার। তবে সরকারী দমনপীড়ন, ডিজিটাল নজরদারি ও সংবাদমাধ্যমের বিকৃতি তাদের কণ্ঠকে ক্রমাগত সংকুচিত করছে।

পরিশেষে

ভারত নিজেই ঔপনিবেশিক শাসনের শিকার হয়েছিল। তাই দেশটির উচিত ছিল দখলদারবিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানানো। কিন্তু বাস্তবে মোদী সরকারের নীতি দাঁড়িয়েছে উল্টো পথে। সামরিক বাণিজ্য, মুসলিমবিরোধী রাজনীতি ও কৌশলগত স্বার্থের জালে আটকে গিয়ে ভারত অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন করছে। এই অবস্থান ভারতের গণতান্ত্রিক আদর্শ, ঐতিহাসিক উত্তরাধিকার এবং নৈতিক নেতৃত্বের দাবি- সবকিছুকেই প্রশ্নবিদ্ধ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিল সহিদুল, রাতে ডাকাতির চেষ্টা

সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়? মেনে চলুন এই ৬ টিপস

মেসি ঝলকে ফাইনালে মায়ামি

চাঁদা না দেওয়ায় গণঅধিকার নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

মাদকসেবন করে মাতলামি করায় যুবকের কারাদণ্ড

আমাদের কেউ আলাদা করতে পারবে না: সুনীতা আহুজা 

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে পরবর্তী আপিল শুনানি ৪ নভেম্বর 

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

গাজায় তীব্র রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ, অনাহারে মৃত্যু ৩১৩ জনের

রাজধানীতে লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ১

১০

টিয়া পাখি নিয়ে ভিডিও করে বিপাকে শিক্ষিকা 

১১

গ্রিন কার্ডের আবেদনে আসছে বড় পরিবর্তন

১২

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৩

গাজাবাসীর জন্য রোজা থাকছেন বিশ্বের ১৫০ আলেম

১৪

ডেনমার্ক দূতাবাসে চাকরির সুযোগ

১৫

সকালে উঠেই কোন ভুলের কারণে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি 

১৬

গাজা সিটির নতুন এলাকায় ট্যাংক নিয়ে ঢুকেছে ইসরায়েলিরা

১৭

বেড়েছে স্বর্ণের দাম, আজ ভরিতে বিক্রি হচ্ছে কত টাকায়

১৮

বাংলাদেশ-পাকিস্তানের ঘনিষ্ঠতায় কতটা অস্বস্তিতে ভারত?

১৯

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৬২

২০
X