লিটন দাসের অবস্থান এখন প্রায় সাকিব আল হাসানের মতো। কখন যে কোথায় খেলতে যাচ্ছেন, সেটা আগে থেকে জানা কঠিন হয়ে পড়ছে। এই তো কদিন হলো কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলে দেশে এসেছিলেন; গতকাল দুপুরে আবার শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা থেকে রওনা দেন বাংলাদেশ ওপেনার। সেখানে সাকিবের দল গল টাইটানসের হয়ে টুর্নামেন্টের বাকি অংশে খেলবেন লিটন। একই দলে আছেন আরেক বাংলাদেশি ব্যাটার মোহাম্মদ মিঠুন। এবারের লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তাসকিন আহমেদের ফিটনেস সতর্কতা ছাড়া অন্য সবাইকে ছাড়পত্র দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের শুরুটা রাঙিয়ে দেশে ফিরেছেন তাওহীদ হৃদয়। তবে শেষ পর্যন্ত থাকবেন সাকিব, লিটন, মিঠুন ও শরিফুল ইসলামরা। বিসিবি সূত্রে জানা গেছে, খেলার মধ্যে থাকায় সরাসরি এশিয়া কাপের দলের সঙ্গে যোগ দেবেন সাকিব-লিটনরা।
মন্তব্য করুন