কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০১:১৪ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে সব ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করবো : হাবিব

নির্বাচিত হলে সব ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করবো : হাবিব

নির্বাচিত হলে সব ধর্ম উপাসনালয়ের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন ঢাকা–৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি রাষ্ট্র পরিচালনার নৈতিক দায়িত্ব।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাসাবো বৌদ্ধ মন্দির অডিটোরিয়াম বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম ও সর্বস্তরের বৌদ্ধ জনসাধারণ -এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে স্মরণ সভায় তিনি এ অঙ্গীকার করেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, বাংলাদেশের ইতিহাস কেবল রাজনৈতিক সংগ্রামের ইতিহাস নয়; এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। বৌদ্ধ, হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান এই বৈচিত্রই বাংলাদেশের শক্তি। এখানে কেউ সংখ্যালঘু নয়, সবাই সমান অধিকার ও সমান মর্যাদার অংশীদার।

তিনি বলেন, বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা অহিংসা, করুণা, সহনশীলতা ও মানব প্রেম এই মূল্যবোধ একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনের ভিত্তি। রাজনীতির ভাষা যখন বিভাজনের দিকে ঝুঁকে পড়ে, তখন এই মানবিক মূল্যবোধ আমাদের আবার মানুষ হিসেবে একত্রিত করে।

হাবিব বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো রাজনৈতিক স্লোগান নয়; এটি রাষ্ট্র পরিচালনার নৈতিক দায়িত্ব। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই নীতির বাস্তব প্রয়োগ জনগণের আস্থা ফিরিয়ে আনে।

তিনি বলেন, ঢাকা একটি বহুত্ববাদী জনপদ। এখানে বৌদ্ধ সম্প্রদায়সহ সব ধর্ম ও শ্রেণির মানুষ যুগের পর যুগ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছে। সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা, শিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব অটল থাকবে, এখানে কোনো আপস চলবে না।

নির্বাচিত হলে হাবিবুর রশিদ হাবিব সব ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবেন বলে ঘোষণা দেন। একই সঙ্গে ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়মিত সংলাপ বজায় রাখা, তরুণ প্রজন্মকে অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা এবং যে কোনো সাম্প্রদায়িক উসকানি ও বিদ্বেষের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করার কথাও জানান।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র তখনই শক্তিশালী হবে, যখন সংখ্যালঘু সম্প্রদায় বলে কিছু থাকবে না, থাকবে সবার জন্য সমান ভরসা ও নিরাপত্তা। রাজনীতির প্রকৃত সাফল্য তখনই আসবে, যখন মানুষ নিরাপদ ও সম্মানিত থাকবে।

হাবিবুর রশিদ হাবিব বলেন, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ।

এ সময় তিনি একটি মানবিক, অসাম্প্রদায়িক, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের অনুদানের আবেদন শুরু

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মান্নাকে সিসিইউতে স্থানান্তর

শীতার্ত মানুষের পাশে মানবিক সহায়তা

জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া নিয়ে যা বললেন আসিফ

‘রাজনীতি মানে সেবা এই দর্শন প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’

নির্বাচিত হলে সব ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করবো : হাবিব

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা

নাগরিক শোকসভায় গণমাধ্যমকর্মী লাঞ্ছিত, বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ

শৈশবের শহরে ড. শাহীনার পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

১০

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মান্না

১১

অন্যায়ের প্রতিবাদ না করলে আবার স্বৈরাচার ঘাড়ে চেপে বসবে : রবিন

১২

নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

১৩

বাংলাদেশকে নিয়ে সুখবর দিলেন খোদ ফিফা সভাপতি

১৪

খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না : বাসুদেব ধর

১৫

চুলায় বসানো গরম পানিতে ঝলসে প্রাণ গেল শিশুর

১৬

জবাব দিতে সময় বেঁধে দেওয়া হলো নাজমুলকে

১৭

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড / মৃত বাবা-ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক

১৮

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

১৯

আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X