ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১১:০৮ এএম
প্রিন্ট সংস্করণ
সার্চ কমিটি-এনএসসি সচিব দ্বন্দ্ব

অ্যাডহক কমিটি নিয়ে তোলপাড়

ফলোআপ
অ্যাডহক কমিটি নিয়ে তোলপাড়

ক্রীড়া মন্ত্রণালয় ও সার্চ কমিটির দায় চাপানোর খেলা শিরোনামে বৃহস্পতিবার কালবেলায় প্রকাশিত এক প্রতিবেদনের ২৪ ঘণ্টার মধ্যে মিলল এর সত্যতা। প্রতিবেদনে ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির পক্ষ থেকে তাদের কাজে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মো. আমিনুল ইসলামের হস্তক্ষেপের কথা বলা হয়। পত্রের সেই কথার প্রমাণ মিলল গতকাল সকাল সকাল বাংলাদেশ আরচারি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণার মধ্য দিয়ে। খো খো ও বেসবল ফেডারেশনের অ্যাডহক কমিটির সঙ্গে আরচারি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করার সংবাদে বিস্ময় প্রকাশ করেন খোদ সার্চ কমিটির আহ্বায়ক জোবায়দুর রহমান রানা।

অ্যাডহক কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটির কাউকে কিছু না জানিয়ে এভাবে প্রজ্ঞাপন জারির বিষয়টি স্বাভাবিক নয় জানিয়ে সার্চ কমিটির আহ্বায়ক বলেন, আরচারি ফেডারেশনের সদ্য ঘোষিত অ্যাডহক কমিটির প্রজ্ঞাপনটি দ্রুত বাতিল করার পাশাপাশি এনএসসির সচিব পদ থেকে মো. আমিনুল ইসলামকে সরিয়ে নিতে হবে। বিকেল ৪টায় সার্চ কমিটির পক্ষ থেকে পরবর্তী করণীয় সম্পর্কে জানাতে বিকেলে সংবাদ সম্মেলনও আহ্বান করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে সার্চ কমিটির সঙ্গে যোগাযোগ করেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সরকারের শীর্ষমহল থেকে প্রজ্ঞাপন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি ঈদের পর মো. আমিনুল ইসলামকে এনএসসির সচিবের পদ থেকে সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে আপাতত সংবাদ সম্মেলন না করা সিদ্ধান্ত নেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সার্চ কমিটির আরচারির প্রজ্ঞাপনটি বাতিলের ঘোষণার জন্য অপেক্ষা করেছিলেন। দ্রুততম সময়ের মধ্যে ক্রীড়া উপদেষ্টার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের কথাও বিবেচনায় রেখেছেন তারা।

এর আগে সার্চ কমিটির কাজে বিলম্বের কারণে সৃষ্ট জটিলতার কথা উল্লেখ করে দেওয়া বিজ্ঞপ্তির জবাবে সার্চ কমিটি দাবি করে, ২৪টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণার জন্য দেওয়া হলেও এনএসসির পক্ষ থেকে এক থেকে দুই মাস পর সেসব ঘোষণা করা হয়। এখনো শুটিং, বক্সিং ও উশুর মতো গুরুত্বপূর্ণ ফেডারেশনে অ্যাডহক কমিটি দুই মাস আগে ঘোষণার জন্য প্রস্তুত থাকলে তা করেনি এনএসসি। আপাতত কোনো লক্ষণ নেই এনএসসির। কিন্তু অজ্ঞাত কারণে আরচারি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণায় এনএসসি সচিবের অতি উৎসাহ সন্দেহের সৃষ্টি করে। সার্চ কমিটির দাবি, অনেকটা জোর করে তাদের অজ্ঞাতে আরচারির কমিটি ঘোষণা হয়ে দাঁড়িয়েছে বিব্রতকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বিশেষ সেবা চালু

সারা শরীরে আঘাতের চিহ্ন, মরদেহ মিলল প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটে

সুয়ারেজের দুই পেনাল্টিতে মেসিবিহীন মায়ামির রোমাঞ্চকর জয়

গাজায় নতুন ধাপে ‘গণহত্যা’ শুরু করল ইসরায়েলের সেনাবাহিনী

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  / ওষুধ-চিকিৎসকের সংকটে ভোগান্তিতে রোগীরা

পাকিস্তানের হুমকির পর ‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান 

সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন

১০

অ্যাপলের আগে সারপ্রাইজ ‍দিল গুগল

১১

ভয়াবহ আগুনে তুলার মিল পুড়ে ছাই

১২

২১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

২১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৭

৪ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

১৮

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

১৯

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

২০
X