ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১১:০৮ এএম
প্রিন্ট সংস্করণ
সার্চ কমিটি-এনএসসি সচিব দ্বন্দ্ব

অ্যাডহক কমিটি নিয়ে তোলপাড়

ফলোআপ
অ্যাডহক কমিটি নিয়ে তোলপাড়

ক্রীড়া মন্ত্রণালয় ও সার্চ কমিটির দায় চাপানোর খেলা শিরোনামে বৃহস্পতিবার কালবেলায় প্রকাশিত এক প্রতিবেদনের ২৪ ঘণ্টার মধ্যে মিলল এর সত্যতা। প্রতিবেদনে ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির পক্ষ থেকে তাদের কাজে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মো. আমিনুল ইসলামের হস্তক্ষেপের কথা বলা হয়। পত্রের সেই কথার প্রমাণ মিলল গতকাল সকাল সকাল বাংলাদেশ আরচারি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণার মধ্য দিয়ে। খো খো ও বেসবল ফেডারেশনের অ্যাডহক কমিটির সঙ্গে আরচারি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করার সংবাদে বিস্ময় প্রকাশ করেন খোদ সার্চ কমিটির আহ্বায়ক জোবায়দুর রহমান রানা।

অ্যাডহক কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটির কাউকে কিছু না জানিয়ে এভাবে প্রজ্ঞাপন জারির বিষয়টি স্বাভাবিক নয় জানিয়ে সার্চ কমিটির আহ্বায়ক বলেন, আরচারি ফেডারেশনের সদ্য ঘোষিত অ্যাডহক কমিটির প্রজ্ঞাপনটি দ্রুত বাতিল করার পাশাপাশি এনএসসির সচিব পদ থেকে মো. আমিনুল ইসলামকে সরিয়ে নিতে হবে। বিকেল ৪টায় সার্চ কমিটির পক্ষ থেকে পরবর্তী করণীয় সম্পর্কে জানাতে বিকেলে সংবাদ সম্মেলনও আহ্বান করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে সার্চ কমিটির সঙ্গে যোগাযোগ করেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সরকারের শীর্ষমহল থেকে প্রজ্ঞাপন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি ঈদের পর মো. আমিনুল ইসলামকে এনএসসির সচিবের পদ থেকে সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে আপাতত সংবাদ সম্মেলন না করা সিদ্ধান্ত নেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সার্চ কমিটির আরচারির প্রজ্ঞাপনটি বাতিলের ঘোষণার জন্য অপেক্ষা করেছিলেন। দ্রুততম সময়ের মধ্যে ক্রীড়া উপদেষ্টার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের কথাও বিবেচনায় রেখেছেন তারা।

এর আগে সার্চ কমিটির কাজে বিলম্বের কারণে সৃষ্ট জটিলতার কথা উল্লেখ করে দেওয়া বিজ্ঞপ্তির জবাবে সার্চ কমিটি দাবি করে, ২৪টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণার জন্য দেওয়া হলেও এনএসসির পক্ষ থেকে এক থেকে দুই মাস পর সেসব ঘোষণা করা হয়। এখনো শুটিং, বক্সিং ও উশুর মতো গুরুত্বপূর্ণ ফেডারেশনে অ্যাডহক কমিটি দুই মাস আগে ঘোষণার জন্য প্রস্তুত থাকলে তা করেনি এনএসসি। আপাতত কোনো লক্ষণ নেই এনএসসির। কিন্তু অজ্ঞাত কারণে আরচারি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণায় এনএসসি সচিবের অতি উৎসাহ সন্দেহের সৃষ্টি করে। সার্চ কমিটির দাবি, অনেকটা জোর করে তাদের অজ্ঞাতে আরচারির কমিটি ঘোষণা হয়ে দাঁড়িয়েছে বিব্রতকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 

২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

প্রাক্তন স্ত্রীকে চমকে দিলেন আমির খান

ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে প্রাণ গেল ২ ভাইয়ের 

বিশ্বকাপে প্রথম পদক নিশ্চিত করল বাংলাদেশ

যেসব জেলা রয়েছে ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য গ্রুপিং প্রকাশ, বাংলাদেশের গ্রুপে কারা

দিল্লিতে ভয়াবহ বিপর্যয়, স্কুল-কলেজে নতুন নির্দেশনা

‘হানি ট্র্যাপে’ ফেলে চিকিৎসকের আপত্তিকর ভিডিও, নারীসহ গ্রেপ্তার ৪ 

কবে ঘোষণা করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি জানা গেল

১০

‘অপারেশন ফার্স্ট লাইট-২’ নামে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬৪

১১

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

১২

নায়িকা মাহির পছন্দ ভাতের সঙ্গে শুঁটকি

১৩

কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিষ্কার

১৪

বাংলাদেশের কাছে হেরে ‘হাস্যকর’ যুক্তি দেখাল ভারত অধিনায়ক

১৫

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৬

ভেনেজুয়েলার আকাশসীমায় সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

১৭

আজও ১৪ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা 

১৮

ভারতকে হারানোর পর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা জানা গেল

১৯

অলংকারে মুগ্ধ দর্শক

২০
X