ক্রীড়া মন্ত্রণালয় ও সার্চ কমিটির দায় চাপানোর খেলা শিরোনামে বৃহস্পতিবার কালবেলায় প্রকাশিত এক প্রতিবেদনের ২৪ ঘণ্টার মধ্যে মিলল এর সত্যতা। প্রতিবেদনে ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির পক্ষ থেকে তাদের কাজে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মো. আমিনুল ইসলামের হস্তক্ষেপের কথা বলা হয়। পত্রের সেই কথার প্রমাণ মিলল গতকাল সকাল সকাল বাংলাদেশ আরচারি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণার মধ্য দিয়ে। খো খো ও বেসবল ফেডারেশনের অ্যাডহক কমিটির সঙ্গে আরচারি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করার সংবাদে বিস্ময় প্রকাশ করেন খোদ সার্চ কমিটির আহ্বায়ক জোবায়দুর রহমান রানা।
অ্যাডহক কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটির কাউকে কিছু না জানিয়ে এভাবে প্রজ্ঞাপন জারির বিষয়টি স্বাভাবিক নয় জানিয়ে সার্চ কমিটির আহ্বায়ক বলেন, আরচারি ফেডারেশনের সদ্য ঘোষিত অ্যাডহক কমিটির প্রজ্ঞাপনটি দ্রুত বাতিল করার পাশাপাশি এনএসসির সচিব পদ থেকে মো. আমিনুল ইসলামকে সরিয়ে নিতে হবে। বিকেল ৪টায় সার্চ কমিটির পক্ষ থেকে পরবর্তী করণীয় সম্পর্কে জানাতে বিকেলে সংবাদ সম্মেলনও আহ্বান করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে সার্চ কমিটির সঙ্গে যোগাযোগ করেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সরকারের শীর্ষমহল থেকে প্রজ্ঞাপন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি ঈদের পর মো. আমিনুল ইসলামকে এনএসসির সচিবের পদ থেকে সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে আপাতত সংবাদ সম্মেলন না করা সিদ্ধান্ত নেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সার্চ কমিটির আরচারির প্রজ্ঞাপনটি বাতিলের ঘোষণার জন্য অপেক্ষা করেছিলেন। দ্রুততম সময়ের মধ্যে ক্রীড়া উপদেষ্টার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের কথাও বিবেচনায় রেখেছেন তারা।
এর আগে সার্চ কমিটির কাজে বিলম্বের কারণে সৃষ্ট জটিলতার কথা উল্লেখ করে দেওয়া বিজ্ঞপ্তির জবাবে সার্চ কমিটি দাবি করে, ২৪টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণার জন্য দেওয়া হলেও এনএসসির পক্ষ থেকে এক থেকে দুই মাস পর সেসব ঘোষণা করা হয়। এখনো শুটিং, বক্সিং ও উশুর মতো গুরুত্বপূর্ণ ফেডারেশনে অ্যাডহক কমিটি দুই মাস আগে ঘোষণার জন্য প্রস্তুত থাকলে তা করেনি এনএসসি। আপাতত কোনো লক্ষণ নেই এনএসসির। কিন্তু অজ্ঞাত কারণে আরচারি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণায় এনএসসি সচিবের অতি উৎসাহ সন্দেহের সৃষ্টি করে। সার্চ কমিটির দাবি, অনেকটা জোর করে তাদের অজ্ঞাতে আরচারির কমিটি ঘোষণা হয়ে দাঁড়িয়েছে বিব্রতকর।
মন্তব্য করুন