ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১১:১০ এএম
প্রিন্ট সংস্করণ

ভালোবাসা নিয়ে ফিরে গেলেন হামজা

ভালোবাসা নিয়ে ফিরে গেলেন হামজা

লাল-সবুজ দলের হয়ে খেলার আবেগ নিয়ে এসেছিলেন। খেললেন, পেলেন ভালোবাসা। তাতে আপ্লুত হামজা চৌধুরী ভারতের বিপক্ষে ম্যাচে ছিলেন উজ্জ্বল। জাতীয় দলের ডিউটি শেষে শেফিল্ড ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নশিপে মনোযোগ দেওয়ার পালা। যাওয়ার আগে অভিব্যক্তি জানিয়ে গেলেন, সমর্থকদের দিলেন ধন্যবাদ।

গতকাল সকাল পৌনে ১০টার ফ্লাইটে হামজা চৌধুরী প্রথমে ঢাকা থেকে সিলেট যান। সেখান থেকে একই ফ্লাইটে পৌনে ১২টায় ম্যানচেস্টারের উদ্দেশে রওনা হন। ম্যানচেস্টার বিমানবন্দর থেকে ৪২ মাইল দূরের শেফিল্ড ইউনাইটেড ক্লাবে যাবেন হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের লিগ টেবিলের শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের সমান, ৮০ পয়েন্ট সংগ্রহ করেছে হামজা চৌধুরীর ক্লাব শেফিল্ড ইউনাইটেড। সরাসরি প্রিমিয়ারে উত্তরণের দৌড়ে শক্ত অবস্থানে আছে দুই ক্লাব—লিডস ইউনাইটেড ও শেফিল্ড ইউনাইটেড। আজ রাত ২টায় প্রিমিয়ারে উত্তরণের প্লে-অফের দৌড়ে থাকা কভেন্ট্রি সিটির বিপক্ষে খেলবে শেফিল্ড ইউনাইটেড। দীর্ঘ ভ্রমণের ধকলের কারণে কোচ ক্রিস ওয়াইল্ডার সে ম্যাচে আদৌ হামজা চৌধুরীকে খেলাবেন কি না—নিশ্চিত নয়।

ঢাকা ছেড়ে যাওয়ার আগে হামজা চৌধুরী বলেছেন, ‘শুধু ধন্যবাদ দিতে চাই। এখানে আসা, বাংলাদেশের হয়ে খেলা আমার কাছে কতটা বিশেষ—ভাষায় প্রকাশ করতে পারছি না। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।’ ভারতের বিপক্ষে ম্যাচে মাঠজুড়ে বিচরণ ছিল হামজা চৌধুরীর। কখনো রক্ষণে, কখনো মাঝমাঠে। একের পর এক সুযোগ সৃষ্টি করে বাংলাদেশ যখন গোল মিসের মহড়া দিচ্ছিল, তখন দলকে সহায়তা করতে বক্স টু বক্স খেলতে দেখা গেছে এ ফুটবলারকে।

শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের আগে ও পরে হামজা চৌধুরীকে ঘিরে উন্মাদনা লক্ষ করা গেছে। উন্মাদনা ছিল ঢাকায়ও। এ ফুটবলারকে ঘিরে চলা উন্মাদনার পারদ চড়িয়ে দিলেন বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা। ম্যাচের এ স্প্যানিশ কোচ বলছিলেন, ‘বাংলাদেশের জার্সিতে এটা ছিল হামজার প্রথম ম্যাচ। স্বল্প সময়ে সে দলের সঙ্গে মিশে গেছে। ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছে সে। ঘরের মাঠে আমরা আরও শক্তিশালী। আশা করছি, হামজার জন্য আরও ভালো ম্যাচ অপেক্ষা করছে।’

বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ সিঙ্গাপুর। ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে প্রথম হোম ম্যাচ খেলবে হাভিয়ের ক্যাবরেরার দল। সে ম্যাচের আগে হামজা চৌধুরী বলেছেন, ‘ইনশাআল্লাহ, আমি জুনে ফিরে আসব। আমার সুস্বাস্থ্যের জন্য এবং আমার ফিরে আসার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, আমি আপনাদের সবার সঙ্গে জুনে আরও দুটি বড় ম্যাচের জন্য ফিরে আসব। ওই সময় দেখা হবে।’

ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে বিচরণ করেছেন হামজা চৌধুরী। খেলেছেন উয়েফা অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপেও। সেই হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হলো

২৫ মার্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতা না ঠোঁট কোনটি আগে দেখলেন, উত্তর মিলিয়ে জেনে নিন আপনার ব্যক্তিত্ব

চোখের নিচের কালো দাগ কখন ভয়াবহ রোগের লক্ষণ? যা বলছে গবেষণা

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে : মির্জা আব্বাস 

সুপার সিক্সে বাংলাদেশ

রাজধানীর মিরপুরে বিজিবি মোতায়েন

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, এটি কীসের লক্ষণ?

এসএমইদের আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক

দেশীয় সুতার কারখানা বন্ধ হলে আমদানি নির্ভর হয়ে পড়বে পোশাক খাত : বিটিএমএ

রমজানে মসজিদের বাইরে মাইক ব্যবহার নিষিদ্ধ করল সৌদি

এটি শুধু একটি শিরোনাম নয়; সময়ের দাবি

১০

ফুসফুস ক্যানসারের এই ৫ উপসর্গ সাধারণ অসুখ ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো?

১১

এনআইডি সংশোধন কবে থেকে চালু, জানাল ইসি

১২

টানা ৩ দফা বৃদ্ধির পর দাম কমলো স্বর্ণের

১৩

জঙ্গল সলিমপুরে র‍্যাব হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২

১৪

২০ কোটি মানুষের দেশকে এভাবে উপেক্ষা করা হতাশাজনক : আমিনুল ইসলাম

১৫

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, দিল্লিকে পররাষ্ট্র উপদেষ্টার বার্তা

১৬

নির্বাচনী প্রচারের প্রথম দিনেই প্রার্থীর গাড়িতে হামলা

১৭

আইসিসি আমাদের সাথে সুবিচার করেনি : আসিফ নজরুল

১৮

রিট খারিজ / কুমিল্লা-১০ আসনে নির্বাচন করতে পারবেন না গফুর ভূঁইয়া

১৯

এবার পারসার সঙ্গে জুটি বাঁধলেন ইয়াশ

২০
X