

হতাশার বিশ্বকাপ শেষ করে লম্বা ছুটিতে যাচ্ছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। চিকিৎসার জন্যই এই ছুটি তার। তবে তার নেতৃত্বে বিশ্বকাপটা ভালো হলো না বাংলাদেশের। তিন পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করলেন জ্যোতিরা। আট দলের টুর্নামেন্টে সপ্তমকে প্রাপ্তি ভাবলে ভুল হবে। কেননা, জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর পর টানা শুধু হারই দেখলেন তারা। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সপ্তম স্থানে থাকার সুযোগ মিলেছে বাংলাদেশ নারী দলের। কিন্তু চার বছর আগের বিশ্বকাপ আর চলমান টুর্নামেন্টের প্রাপ্তির কথা চিন্তা করলে হিসাব মিলবে না কারও।
দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। আগের আসরেও তাদের প্রাপ্তি ছিল একটি জয়। এবারও একই চিত্র। ভারতের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত না হলে সেখানেও অনুমিতভাবে পরাজয়ই সঙ্গী হতো বাংলাদেশের। অথচ টুর্নামেন্ট ঘিরে বড় আশা ছিল দলের। তারুণ্য ও অভিজ্ঞতার মিশিলে স্কোয়াড তৈরি করে ভালো কিছুর স্বপ্ন দেখেছিল টিম ম্যানেজমেন্টও। কিন্তু টুর্নামেন্ট শেষে প্রাপ্তিটা আর সেভাবে এলো না।
বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচে জেতার মতো সুযোগ পেয়েছিল বাংলাদেশ নারী দল। বিশেষ করে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা—তিনটি ম্যাচেই জেতার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছিল দলের; কিন্তু অভিজ্ঞতার ঘাটতিতে একটি ম্যাচেও জেতা হয়নি তাদের। শ্রীলঙ্কার বিপক্ষে জিততে জিততেই হেরে গিয়েছিলেন জ্যোতিরা। সামনের টুর্নামেন্টগুলো নিয়ে এখনই কাজ করার কথা বলেছেন জ্যোতি, ‘পরবর্তী বিশ্বকাপ নিয়ে আমরা যদি এখন থেকে পরিকল্পনা করতে পারি, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, এর আগে দ্বিপক্ষীয় সিরিজ আছে—এশিয়া কাপ আছে। সবকিছু পরিকল্পনার বিষয়। যদি আমরা পরিকল্পনা করি, স্বপ্ন দেখি যেন আমাদের পক্ষে সম্ভব, আমরা সেমিতে যেতে পারি। আমরা ফাইনাল খেলতে পারি, তখন আমার মনে হয় সেগুলো আরও স্পষ্ট হবে।’ বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি নারী দলের প্রশংসা করে বলেছিলেন, ছেলেদের আগে ট্রফি জিতবেন নারীরা। জ্যোতিও মনে করেন সক্ষমতার কথা, ‘নিশ্চয়ই আমাদের ভেতর কিছু একটা দেখেছেন, আমাদের সে সক্ষমতা আছে বলেই তিনি (আমিনুল ইসলাম বুলবুল) এ কথাটা বলেছেন। আমরাও বিশ্বাস করি, ভালো ক্রিকেট যদি আমরা নিয়মিত এভাবে খেলতে থাকি এবং যেভাবে মেয়েরা তাদের জান দিয়ে খেলছে…(সম্ভব)।’
লম্বা সময় খেলার মধ্যে থাকায় এখন বিশ্রাম চান জ্যোতি, ‘আমার সিদ্ধান্ত যেটা ছিল, ওটাই আছে। দেখেন, অনেকদিন ধরে ক্রিকেট খেলছি। অনেক সময় দেখা গেছে বিশ্বকাপের আগে অনুশীলন ম্যাচগুলোতে অনেককে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু আমাকে নিয়মিত খেলতে হয়েছিল, আমি সেভাবে বিশ্রাম পাইনি। আর কিছু চোট তো আছেই, যেগুলো রিকভার করতে হলে আমার একটু বিশ্রামের প্রয়োজন। সামনে আমাদের যে সূচি আছে, অনেক বেশি ম্যাচ।’
মন্তব্য করুন