বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : মীর হেলাল

সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে একটি র‍্যালি ডাক বাংলো চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ছবি : কালবেলা
সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে একটি র‍্যালি ডাক বাংলো চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ার বাংলাদেশের সাধারণ মানুষের ১৮ বছরের হারানো অধিকার ফিরে পাওয়ার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার, গুম খুন হত্যা নির্যাতন নিপীড়নের সংস্কৃতির অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষার।

তিনি বলেন, দেশে অরাজকতা সৃষ্টি করে, ষড়যন্ত্র করে এ জোয়ার থামানো যাবে না। জনগণের ইচ্ছার বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্র করে নির্বাচনও ঠেকানো যাবে না।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে হাটহাজারী সদর ডাক বাংলো চত্বরে উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।

মীর হেলাল বলেন, আগামীদিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি বেকার যুবকদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে। যুব সমাজ যে কোনো জাতির মূল প্রাণশক্তি। যুবকদের সঠিকভাবে পরিচালিত করতে না পারলে জাতি দিশাহারা হয়ে পড়বে। তাই বিএনপি দেশে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে চায়।

তিনি আরও বলেন, হাটহাজারীসহ সারা দেশের মানুষ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি দেশপ্রেমিক সরকার গঠন করবে। বিএনপি বরাবরই সাধারণ মানুষের ভোটের মর্যাদা রেখেছে। আগামী দিনেও জনগণের জন্য একটি সুখ-শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গঠন করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান। উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার ও পৌর যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহম্মদ সেলিম চেয়ারম্যান।

আরও বক্তব্য রাখেন- উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি।

এছাড়া বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মানিক, আবুল মনসুর, সাংগঠনিক সম্পাদক মঞ্জু আবু তৈয়র জুলুশ, সদস্য জাবেদ হোসেন, হাটহাজারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা সদস্য আবু বকর সিদ্দিকী সোহেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের সভাপতির দায়িত্বে ফিলিপাইন

পাকিস্তান-আফগানিস্তান  / সমঝোতা ছাড়াই শেষ যুদ্ধবিরতি আলোচনা

ভুয়া জুলাই-যোদ্ধার তালিকায় যাদের নাম

নাইটহুড সম্মাননা পেলেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সই করতে অস্বীকৃতি রিজওয়ানের

বিসিবিতে জমা পড়ল ৯০০ পৃষ্ঠার বিপিএল দুর্নীতির তদন্ত প্রতিবেদন

সাভারে বিশ্ববিদ্যালয় সংঘর্ষে তদন্ত কমিটি, থানায় অভিযোগ দায়ের

খড়ের মাঠ দখল নিয়ে গোলাগুলি, নিহত বেড়ে ৩

গাজায় নতুন করে তীব্র হামলার নির্দেশ নেতানিয়াহুর

বাংলাদেশের জাকাত ব্যবস্থাকে আদর্শ মডেল বিবেচনা করে মালদ্বীপ

১০

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের সম্পর্ক স্পষ্ট করলেন গোলাম পরওয়ার

১১

মেঘনায় ইলিশ কম, ধরা পড়ছে জাটকা

১২

হোমনায় আজিজুর রহমান মোল্লার ৩১ দফার লিফলেট বিতরণ

১৩

‘মনোনয়ন পাওয়ার পর মিছিল ও মিষ্টি বিতরণ করা যাবে না’

১৪

সেদিন আ.লীগের নৃশংসতা অবাক বিস্ময়ে দেখেছে বিশ্ববাসী : রাশেদ প্রধান

১৫

ইতিহাসের কলঙ্কিত অধ্যায় ২৮ অক্টোবর : মুহাম্মদ শাহজাহান

১৬

পে স্কেলে সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের ২ দাবি

১৭

হত্যা মামলার ২০ বছর পর ৪ জনের যাবজ্জীবন

১৮

ট্রেলারেই বাজিমাত করলেন রবি তেজা-শ্রীলীলা

১৯

নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

২০
X