কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

১০০ কিলোমিটার বেগে তাণ্ডবের আশঙ্কা, বাতিল বিমান-ট্রেন চলাচল

ঘূর্ণিঝড়ের গতিপথের স্যাটেলাইট ইমেজ। ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড়ের গতিপথের স্যাটেলাইট ইমেজ। ছবি : সংগৃহীত

ক্রমশ শক্তি সঞ্চয় করে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’। আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে এটি কাকিনাড়ার কাছাকাছি মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মাঝামাঝি স্থানে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে বেশকিছু ট্রেন ও বিমানের যাত্রা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার রাতে ঘূর্ণিঝড়টি মছলিপত্তনম থেকে প্রায় ২৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, বিশাখাপত্তনম থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণে, এবং কাকিনাড়া থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর ও উত্তর-পশ্চিমমুখী হয়ে এটি আরও শক্তি সঞ্চয় করছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার সকালে ‘মোন্থা’ একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিশাখাপত্তনম, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী ও কোনাসীমা জেলার নিচু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে। অন্ধ্রপ্রদেশে দুর্যোগ ব্যবস্থপনায় জররি কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, দুর্যোগের সময় বিদ্যুৎ ও পানীয় সরবরাহ সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের সতর্কতায় অন্ধ্র উপকূল দিয়ে চলাচল করা ৬৫টি যাত্রী ও দূরপাল্লার ট্রেন মঙ্গলবার ও বুধবার বাতিল করা হয়েছে। এ ছাড়া বিশাখাপত্তনম বিমানবন্দর থেকেও ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সব ফ্লাইট বাতিল রাখা হয়েছে। ওড়িশা, তেলঙ্গানা ও তামিলনাড়ু প্রশাসনও সতর্ক অবস্থায় রয়েছে। ওড়িশার গঞ্জাম জেলায় ১১০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, চিলকা হ্রদে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অন্ধ্র থেকে মাছ ধরার জন্য যাওয়া ৩০টি নৌকা এখন গোপালপুর বন্দরে নোঙর করা হয়েছে। তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া বিভাগ। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এ ছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি (৭-১১ সেন্টিমিটার) হতে পারে।

বুধবার হাওড়া, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া শুক্রবারও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনায় সতর্কতা জারি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের 

মিরাজ-শান্তরা পেলেন নতুন দায়িত্ব

শিক্ষার্থীশূন্য সিটি ইউনিভার্সিটি, ক্যাম্পাসে হামলার ক্ষতচিহ্ন

মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ইউরোপীয় দেশের

ইসমাইল হোসেন সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড 

পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য, রাবির সেই অধ্যাপকের দুঃখ প্রকাশ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

নিজ ইচ্ছায় আত্মগোপনে গিয়েছিলেন খতিব মহিবুল্লাহ 

গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী

নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন : স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

যশোরে তরুণদের মধ্যে বেড়েছে এইডস আক্রান্তের সংখ্যা

১১

১ নভেম্বর থেকে শুরু হচ্ছে সেন্টমার্টিনে জাহাজ চলাচল

১২

আরও ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’

১৩

সারজিসের সঙ্গে তর্কে জড়ালেন বৈষ্যমবিরোধীর সাবেক জেলা আহ্বায়ক

১৪

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ও সিনেটের সম্মাননা পেল বিজিএমইএ

১৫

১০০ কিলোমিটার বেগে তাণ্ডবের আশঙ্কা, বাতিল বিমান-ট্রেন চলাচল

১৬

২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে এবার স্পষ্ট বার্তা দিলেন মেসি

১৭

লাল চাদরে ঢাকা যেন গোমতী নদীর চর

১৮

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটস’-এর ৪র্থ সংখ্যা প্রকাশ

১৯

তুরস্কের ফুটবলে অশনিসংকেত, ১৫২ রেফারি জড়িত জুয়ার সঙ্গে

২০
X