পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিপ্লবের দিনলিপি’ স্মরণিকার মোড়ক উন্মোচন

পাবিপ্রবিতে ‘বিপ্লবের দিনলিপি’ শিরোনামে স্মরণিকা হাতে অতিথিরা। ছবি : কালবেলা
পাবিপ্রবিতে ‘বিপ্লবের দিনলিপি’ শিরোনামে স্মরণিকা হাতে অতিথিরা। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেস ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রশাসন ও প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিপ্লবের দিনলিপি’ শিরোনামে স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে এ স্মারকগ্রন্থ উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে পাবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবি উপাচার্য ড. এসএম আব্দুল-আওয়াল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক, কবি ও যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ ড. মো. শামীম আহমেদ, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হাছানাত আলী এবং পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার।

এ ছাড়াও বিশেষ আলোচক হিসেবে অংশ নেন দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এমদাদুল হক এবং দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. সাঈদুর রহমান।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক আব্দুল হাই শিকদার বলেন, সংবাদ হলো মানুষের খবর ও চিন্তার সংগ্রহ। আর পত্রিকা হলো সমাজের আয়না। শাসক সমাজ সংবাদ দেখলে ভীত হয়, কারণ সংবাদপত্র সমাজের চতুর্থ স্তম্ভ। সংবাদপত্র সাধারণ মানুষের স্কুল। পৃথিবীতে অনেক প্রাণী আছে, যাদের কোনো স্কুল নেই— তারা প্রকৃতির পাঠশালা থেকে শিক্ষা নেয়। তেমনি সংবাদপত্রই হলো মানুষের প্রকৃত পাঠশালা, যেখানে সমাজ প্রতিনিয়ত শেখে ও নিজেকে গড়ে তোলে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের আমলে প্রায় ৭০ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, দুই হাজারের বেশি সাংবাদিকের হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। সিনিয়র সাংবাদিক আবুল আসাদের মতো মানুষকেও তার নিজের চেম্বারে নির্যাতন করা হয়েছে।

কবি আব্দুল হাই শিকদার বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাভোগ করতে হয়েছে। আমাকে ব্যক্তিগতভাবে চারটি মামলা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা, রাষ্ট্রদ্রোহিতা ও অন্যান্য অভিযোগে। অথচ আমি একজন মুক্তিযোদ্ধা। এ রাষ্ট্র গঠনে আমারও ভূমিকা আছে। একজন মুক্তিযোদ্ধাই পারে আরেকজন মুক্তিযোদ্ধার বিচার করতে।

তিনি বলেন, শেখ হাসিনা ও শেখ মুজিব উভয়ের শাসনকালই ছিল বিভীষিকাময়, স্বপ্নভঙ্গের যন্ত্রণায় ভরা সময়। আমাদের কর্তব্য হলো— দেশকে সুষ্ঠু ও সুন্দরভাবে সঠিক পথে এগিয়ে নেওয়া। সেই পথ হলো গণতান্ত্রিক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। যদি আমরা সে পথে অগ্রসর হই, তাহলে দেশের আকাশ থেকে অন্ধকার দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এসএম আব্দুল আওয়াল বলেন, ‘নলেজ ইজ পাওয়ার’ আমি দৃঢ়ভাবে এটি বিশ্বাস করি। আপনি যত বেশি জ্ঞান অর্জন করতে পারবেন, ততই আপনি নিজেকে, আপনার সমাজকে এবং আপনার সংস্কৃতিকে সমৃদ্ধ করতে পারবেন।

তিনি আরও বলেন, আমাদের মধ্যে দল, মত বা চিন্তার ভিন্নতা থাকতে পারে এটা স্বাভাবিক। কিন্তু দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সেমিনারের শেষে জুলাই আন্দোলনের স্মৃতিকথা নিয়ে ‘বিপ্লবের দিনলিপি’ শিরোনামে একটি স্মারকগ্রন্থ উন্মোচন করা হয়। অতিথিরা স্মারকগ্রন্থের প্রকাশনার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের গবেষণাধর্মী সাংবাদিকতা চর্চায় আরও উৎসাহী হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, প্রেস ক্লাবের সদস্য ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবিতে জমা পড়ল ৯০০ পৃষ্ঠার বিপিএল দুর্নীতির তদন্ত প্রতিবেদন

সাভারে বিশ্ববিদ্যালয় সংঘর্ষে তদন্ত কমিটি, থানায় অভিযোগ দায়ের

খড়ের মাঠ দখল নিয়ে গোলাগুলি, নিহত বেড়ে ৩

গাজায় নতুন করে তীব্র হামলার নির্দেশ নেতানিয়াহুর

বাংলাদেশের জাকাত ব্যবস্থাকে আদর্শ মডেল বিবেচনা করে মালদ্বীপ

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের সম্পর্ক স্পষ্ট করলেন গোলাম পরওয়ার

মেঘনায় ইলিশ কম, ধরা পড়ছে জাটকা

হোমনায় আজিজুর রহমান মোল্লার ৩১ দফার লিফলেট বিতরণ

‘মনোনয়ন পাওয়ার পর মিছিল ও মিষ্টি বিতরণ করা যাবে না’

সেদিন আ.লীগের নৃশংসতা অবাক বিস্ময়ে দেখেছে বিশ্ববাসী : রাশেদ প্রধান

১০

ইতিহাসের কলঙ্কিত অধ্যায় ২৮ অক্টোবর : মুহাম্মদ শাহজাহান

১১

পে স্কেলে সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের ২ দাবি

১২

হত্যা মামলার ২০ বছর পর ৪ জনের যাবজ্জীবন

১৩

ট্রেলারেই বাজিমাত করলেন রবি তেজা-শ্রীলীলা

১৪

নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

১৫

রাবিতে সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন

১৬

গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক / শীর্ষ ৬ নেতার আসন সম্পর্কে জানতে চাইল বিএনপি

১৭

গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর হামলা

১৮

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : মীর হেলাল

১৯

হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ৯ দালাল আটক

২০
X