

ছাত্র সমাজ, যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, যুব সমাজ আমাদের সম্পদ, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এই যুব সমাজকে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, আমাদের ছাত্র সমাজ, যুব সমাজের নেতৃত্বে এদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিলেও, দেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি, এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে ও দেশকে বিনির্মাণ করতে হলে এদেশের যুবসমাজকেই এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি।
সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুব সমাজকে একযোগে কাজ করতে হবে। কোনো অপশক্তি যেন আগামী নির্বাচন বানচাল করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
মুকসুদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসানের সঞ্চালনায় ও আহ্বায়ক আসাদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন বক্তব্য রাখেন।
মন্তব্য করুন