বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর ঘিরে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি-বিদেশিদের নিয়ে এরই মধ্যে বেশ কয়েকটি দল তাদের শক্তির জানান দিয়েছে। এরই মধ্যে জানা গেছে, টুর্নামেন্ট সামনে রেখে আগামী ২৪ সেপ্টেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ছয়শ ক্রিকেটার নিয়ে অনুষ্ঠিত হবে ড্রাফট। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আসন্ন টুর্নামেন্টে নতুন নামে দেখা যাবে ঢাকার ফ্র্যাঞ্চাইজিকে। সর্বশেষ আসরে রুপা ফেব্রিক্স দল পরিচালনা করলেও এবার নতুন কোম্পানির নিয়ন্ত্রণে যাচ্ছে ঢাকা। গতকাল রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘দুর্দান্ত ঢাকা’ নামে আসন্ন টুর্নামেন্টে দেখা যাবে ফ্র্যাঞ্চাইজিটিকে।
মন্তব্য করুন