ওমর ফারুক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৯:০১ এএম
প্রিন্ট সংস্করণ

শুধুই মুশফিকের দিন

শুধুই মুশফিকের দিন

ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা তখন শেষ। দলের সবাই টিম হোটেলে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু মুশফিকুর রহিমের আনুষ্ঠানিকতা যেন তখনো শেষ হয়নি। অবশ্য শেষ হওয়ারও কথা নয়। এই টেস্টের সবকটা দিনই তো তারই হওয়ার কথা। টেস্টটা তো এখন মুশফিক টেস্ট বললে ভুল হবে না, তাই না! পড়ন্ত বিকেলেও সেটারই ছাপ দেখা মিলল মিরপুরে। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেই দিনের আনুষ্ঠানিকতা শেষ করেন মুশফিক। এরপরই টিম হোটেলে ফেরেন। তবে দিনের শুরু থেকে শেষ—পুরোটা সময়জুড়েই মুশফিক বন্দনার দেখা মিলল মিরপুরে।

বাংলাদেশের কোনো ক্রিকেটার একশ টেস্ট খেলতে নামছেন—এর চেয়ে বড় প্রাপ্তি আর কি-ই বা হতে পারে। মুশফিক সেই প্রাপ্তির রত্ন বটে। তিনিই প্রথম, তিনিই পথপ্রদর্শক। তাই তো দিনের শুরুটাও ছিল তাকে ঘিরেই। সকাল ৯টার মধ্যেই প্রস্তুত মিরপুর স্টেডিয়াম। প্রতিপক্ষ আয়ারল্যান্ডও মুশফিককে অভিনন্দন জানাতে মাঠের একপাশে দাঁড়িয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সবাই উপস্থিত। তবে সবচেয়ে বড় অতিথি হিসেবে উপস্থিত ছিল মুশফিকের পরিবার। মা-বাবা, স্ত্রী, সন্তান, কোচ, সতীর্থ, ভক্ত-সমর্থক কেউই বাদ পড়েননি। যাদের হাত থেকেই বিকেএসপিতে মুশফিকের ক্রিকেটে হাতেখড়ি, তারাও ছিলেন বিশেষ এই মুহূর্তের সাক্ষী।

প্রায় এক মিনিটের ছোট্ট বক্তব্যে মুশফিক সবার অর্জনকেই কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করলেন, ‘সবাইকে ধন্যবাদ এই দারুণ সুযোগটির জন্য। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই, যারা আজকে উপস্থিত হয়েছেন। আমার পুরো পরিবার, আমার বাবা-মা, বিশেষ করে আমার স্ত্রী, যে অনেক ত্যাগ স্বীকার করেছে, কাটিয়েছে অনেক নির্ঘুম রাত। দলের সবাই, কোচ, বন্ধুবান্ধবসহ সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা।’ পরের বাক্যে দেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য নিজের শতভাগ নিগড়ে দেওয়ার আশ্বাস দেন তিনি, ‘আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য একশ ভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি।’ মাঠে থাকা প্রতিপক্ষের প্রতিও কৃতজ্ঞতার কমতি ছিল না তার কণ্ঠে, ‘আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাই এখানে উপস্থিত থাকার জন্য। আশা করি, দারুণ একটি টেস্ট ম্যাচ দিয়ে আমরা উপলক্ষ উদযাপন করব।’ মুশফিকের এমন অর্জনের জন্য অভিনন্দন বার্তা দেন তার শততম টেস্টের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে মুশফিককে বিশেষ ক্যাপ দিয়ে বরণ করে নেন তার প্রথম টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বাংলাদেশের অভিষেক টেস্টে খেলা ১১ ক্রিকেটারের মধ্যে নামের আদ্যক্ষরের কারণে প্রথম টেস্ট ক্রিকেটার আকরাম খান। তিনিও মুশফিককে বিশেষ একটি ক্যাপ তুলে দেন। একই সঙ্গে মাঠে থেকে মুশফিককে অভিবাদন জানান তার প্রথম টেস্টের স্কোয়াডের কয়েকজনও— হাবিবুল বাশার, আনোয়ার হোসেন মনির, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ, নাফিস ইকবাল, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস ও তালহা জুবায়ের। মুশফিকের অভিষেকের সঙ্গী সবার গায়ে ছিল বিশেষ পোলো শার্ট। তাকে বিশেষ ক্রেস্ট তুলে দেন বর্তমান বিসিবি সভাপতি ও অভিষেক টেস্টে সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম ও বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। এরপর শততম টেস্টের স্কোয়াডে থাকা সতীর্থদের স্বাক্ষর সংবলিত জার্সি উপহার দেন হাবিবুল বাশার ও নাজমুল হোসেন।

মুশফিককে দিয়ে শুরু; এরপর এটা হয়তো থাকবে চলমানও। সতীর্থরা তাই তো ভাগ্যবানই বোধ করতে শুরু করেছেন নিজেদের। মুমিনুল যেমনটা বলেছিলেন প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে, ‘এই পরিবেশ তো এর আগে কোনো সময় দেখিনি। এমনকি মাঠ থেকে বিদায়ও কোনো সময় দেখিনি। একটা সময় মনে হচ্ছিল যে এটা বিদায়ের দিকে যাচ্ছে, (হাসি) পরে দেখলাম যে না ১০০ টেস্টের মতো যাচ্ছে। আমার নিজেরও দেখে অনেক ভালো লাগল। এই কালচার চালু থাকলে তরুণরাও টেস্ট ক্রিকেট ঘিরে অনুপ্রাণিত হবে।’ মাঠে মুশফিক যতক্ষণ ছিলেন, ততক্ষণই সবার নজর ছিল তার ওপর। লম্বা ইনিংস খেললেন; তার ওপরই তাকিয়ে ছিল দল। বোর্ডের পরিচালকদের চোখও সরেনি। পুরোটা সময় মুশফিকের দিকেই ছিলেন তারা। ২৮তম ওভারে নেমেছিলেন উইকেটে; ৯০ ওভার থিতু থেকে দিন শেষ করে অপরাজিত থেকেই ফিরে গেছেন। আজও তার দিকেই তাকিয়ে থাকবে সবাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে ৪ জেলায় নিহত ৭, আহত দুই শতাধিক

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া

৩০ মিনিটে ৯ কোটি টাকা লুট

আইপিএল নিলামে বাংলাদেশের ৩ ক্রিকেটার

ভূমিকম্প শেষে নারায়ণগঞ্জ বন্দরে তুলার গুদামে আগুন

নাকে আইফোনের তার ঢুকিয়ে ভয়াবহ প্রতারণা

কিবরিয়া হত্যায় আটক ব্যক্তির মৃত্যু, ব্যাখ্যা দিল ডিএমপি

যে ভূমিকম্পে পরিবর্তন হয়ে যায় পৃথিবীর ঘূর্ণনগতি

ভূমিকম্পে দুর্ঘটনা সম্পর্কিত যোগাযোগের জন্য জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

১০

নরসিংদীতে ভূমিকম্পে শিশুসহ নিহত ২, আহত শতাধিক

১১

রাতে ফোন চার্জে রেখে ঘুমালে কি ফোনে আগুন লাগতে পারে?

১২

ফুটবল মাঠে আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

১৩

শনিবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো-২০২৫’

১৪

বিএনপির উপজেলা কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গুলি

১৫

খুলনা বিভাগের উন্নয়নে পাঁচ দফা দাবি

১৬

জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতল এআইইউবি 

১৭

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত : গোলাম পরওয়ার

১৮

জাল টাকার কারখানার সন্ধান, যুবক গ্রেপ্তার

১৯

ভূমিকম্পে কোথাও আটকা পড়লে যা করবেন

২০
X