স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

মরুর বুকে আজ সুপার ক্ল্যাসিকো

মরুর বুকে আজ সুপার ক্ল্যাসিকো

জেদ্দায় আজ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে নামছে রিয়াল মাদ্রিদ। মরুর বুকে বছরের প্রথম এল ক্ল্যাসিকোতে কে জিতবে? প্রশ্নের উত্তর আগে থেকে অনুমান করা সহজ নয়। তবে লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে, তা অনুমান করা যায়। অন্তত দুই দলের সাফল্যের পরিসংখ্যান সেটাই বলে।

স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা অ্যাথলেটিক ক্লাবকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে। অন্য সেমিফাইনালে বৃহস্পতিবার রাতে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদকে। আজ বার্সা-রিয়াল স্প্যানিশ সুপার কাপের ফাইনাল হবে বছরের প্রথম এল ক্ল্যাসিকো।

স্প্যানিশ সুপার কাপের ১৫ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গত অক্টোবরে সর্বশেষ এল ক্ল্যাসিকোতে বার্সার বিপক্ষে ২-১ গোলে জিতেছিল রিয়াল। আজ কি সেই হারের প্রতিশোধ নিতে পারবে হ্যান্সি ফ্লিকের দল? সেই ক্ল্যাসিকো হারের পর লা লিগায় টানা ৯ ম্যাচে জিতেছে বার্সেলোনা। সেই ম্যাচে বার্সেলোনা পূর্ণ শক্তির দলই নামাতে পারেনি। এবার মোটামুটি সেরা দল পাচ্ছে তারা। বার্সার পোস্টে ফিরেছেন জোয়ান গার্সিয়া। খেলবেন রবার্ট লেভানডোভস্কি, রাফিনহা ও দানি ওলমো। দলে নেই শুধু মার্ক-আন্ড্রে টের স্টেগেন, গাভি, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও রোনালদ আরাউহো। বার্সা যখন তারকাদের ফিরে পেয়ে উচ্ছ্বসিত, তখন উল্টো অবস্থা রিয়ালের। দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে না তারা। তা ছাড়া লা লিগায় বার্সার চেয়ে পিছিয়ে আছে রিয়াল। অক্টোবরের ক্ল্যাসিকোর পর দুই দলই খেলেছে ১৪টি করে ম্যাচ। এর ১২টিতে জিতেছে বার্সেলোনা। একটিতে ড্র করেছে। হেরেছে একটিতে। আর রিয়াল জিতেছে আটটিতে। ড্র করেছে ও হেরেছে তিনটি করে ম্যাচে। লা লিগায় রিয়াল এখন বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে হেরেছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ক্ল্যাসিকোর পর ৪০ গোল করেছে বার্সেলোনা। রিয়াল করতে পেরেছে ২৯টি গোল। সৌদি আরবের মাটিতে এই নিয়ে টানা চতুর্থ সুপার কাপ ফাইনালে খেলবে রিয়াল ও বার্সেলোনা। ২০২৩ ও ২০২৫ সালে সুপার কাপ জিতেছে বার্সেলোনা। ২০২৪ সালে জিতেছিল রিয়াল। গত বছর রিয়ালকে ৫-২ গোলে হারিয়েছিল বার্সা। এবার সেই হারের প্রতিশোধ নিতে চান রিয়ালের কুর্তোয়া। এবারের ক্ল্যাসিকো নিয়ে কুর্তোয়া বলেন, ‘আমাদের জিততেই হবে। গত বছর তাদের বিপক্ষে দুটি ফাইনালে হেরেছি এবং আমরা জিততে চাই ঠিক তাদের মতো, যারা লা লিগায় ক্ল্যাসিকোতে হেরেছিল এবং আমরা প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে আছি।’ তিনি আরও বলেন, ‘জিততে চায় এমন দুটি দলের মধ্যে দারুণ একটি ম্যাচ হবে। রোববার জেতার জন্য আমাদের ভালোভাবে রিকভার করতে হবে এবং সতেজ হয়ে উঠতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী-সন্তানসহ রাব্বীর জানাজা অনুষ্ঠিত, দাফন শনিবার

সিলেটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ড নিয়ে পুলিশের বার্তা

হাবিপ্রবিতে এক আসনের বিপরীতে লড়বে ৫২ শিক্ষার্থী

এমনি এমনিই ইনকিলাব হয়ে ওঠেনি : জুমা

রাতের আঁধারে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা

বাংলাদেশকে সুখবর দিল কুয়েত

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের অনুদানের আবেদন শুরু

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মান্নাকে সিসিইউতে স্থানান্তর

শীতার্ত মানুষের পাশে মানবিক সহায়তা

১০

জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া নিয়ে যা বললেন আসিফ

১১

‘রাজনীতি মানে সেবা এই দর্শন প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’

১২

নির্বাচিত হলে সব ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করবো : হাবিব

১৩

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা

১৪

নাগরিক শোকসভায় গণমাধ্যমকর্মী লাঞ্ছিত, বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ

১৫

শৈশবের শহরে ড. শাহীনার পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

১৬

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মান্না

১৭

অন্যায়ের প্রতিবাদ না করলে আবার স্বৈরাচার ঘাড়ে চেপে বসবে : রবিন

১৮

নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

১৯

বাংলাদেশকে নিয়ে সুখবর দিলেন খোদ ফিফা সভাপতি

২০
X