চতুর্থ দিনের প্রথম সেশনে ২৬ ওভারে ১২৭ রান তোলে ইংল্যান্ড। এ রিপোর্ট লেখার সময় তাদের স্কোর ছিল ৮ উইকেট ২৩০। এর সঙ্গে ৭ রান যোগ করলে যা দাঁড়ায় তাকে খুব বড় লিড বলা যায় না। তবে অস্ট্রেলিয়া যে বাজবল ক্রিকেটের পরীক্ষা নিচ্ছে তা নিশ্চিত বলা যায়।
তৃতীয় দিন বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়া দারুণ বোলিং করেছিল। তাই চতুর্থ দিনের প্রথম সেশনে ইংল্যান্ডের বাজবল ক্রিকেট দেখে অবাক হতে হয়। প্রথম সেশনে ওভারপ্রতি ৪.৭৯ রান তুলছিল ইংল্যান্ডের ব্যাটাররা।
চতুর্থ দিনে লাঞ্চের আগে ইংল্যান্ডের রান ছিল ৫ উইকেটে ১৫৫। তখন অস্ট্রেলিয়া থেকে ১৬২ রানে এগিয়ে ছিল বেন স্টোকসরা। বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা প্রায় পুরোটা নষ্ট হলেও ইংল্যান্ড যে জয় চাচ্ছে তাদের ব্যাটিংয়ে সেটা পরিষ্কার।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের কেউ হাফ সেঞ্চুরি পাননি। শুধু ৪৬ রান করেছেন জো রুট এবং হ্যারি ব্রুকস। ৪৩ রান করেন অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া নাথান লায়ন নিয়েছেন ৩ উইকেট।
বিতর্কে জড়িয়েছেন অস্ট্রেলিয়ার সহঅধিনায়ক স্মিথ। রোববার ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সপ্তম ওভারে প্যাট কামিন্সের প্রথম বল জ্যাক ক্রলি ব্যাটের খুব কাছ দিয়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে যায়। ক্যাচ আউটের জন্য ক্যারি তেমন আবেদন না করলেও স্লিপে স্মিথ উচ্ছ্বাস করছিলেন। এটা দেখে টেলিভিশন ভাষ্যকাররা প্রতারক বলেন স্মিথকে।
মন্তব্য করুন