লুইস দে লা ফুয়েন্তের স্পেন উয়েফা নেশনস লিগ শিরোপা জিতেছে। রটারডামের ডি কুইপ স্টেডিয়ামে রোববার রাতের ফাইনালে লুকা মদরিচের ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে তারা। আলবা-গাভি-আসেনসিওদের নিয়ে গড়া নতুন প্রজন্মের স্পেন আরও বড় কিছুর স্বপ্ন দেখাচ্ছে।
উয়েফা নেশনস লিগ ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র হয়। এরপর ফাইনাল গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। তবু গোল করতে পারেনি স্পেন-ক্রোয়েশিয়া। শেষে পেনাল্টি শুট আউটে গোলরক্ষক উনাই সিমনের নৈপুণ্যে ১১ বছর পর কোনো বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় স্পেন। শেষবার ২০১২ সালে ইউরো জিতেছিল দলটি।
স্পেনের কোচ ফুয়েন্তে শিরোপা জয়ের পর বলেছেন, ‘খেলোয়াড়রা ধীরে ধীরে নিজেদের শীর্ষ পর্যায়ে নিয়ে গেছে। জিততে জিততে ওরা অভ্যস্ত হয়ে পড়েছে। আমার মনে হয় ওদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ধারা ফিরে এসেছে। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমরা আরও শিরোপা জিততে পারি।’
বিশ্বকাপ ব্যর্থতার পর স্পেনের কোচ হিসেবে দায়িত্ব নেন ফুয়েন্তে। শুরুটা করেছিলেন তিনি মার্চে ইউরো বাছাইয়ের ম্যাচে নরওয়েকে ৩-০ ব্যবধানে হারিয়ে। এরপর ছোটখাটো সাফল্যের পর উয়েফা নেশনস লিগ শিরোপা জিতেছে তার দল।
ফুয়েন্তে কৃতিত্ব দিচ্ছেন নতুন প্রজন্মকে, ‘এই প্রজন্মের খেলোয়াড়রা দুর্দান্ত। জানতাম, ওরা আমাকে হতাশ করবে না। আমরা পুরো সপ্তাহ খুব নির্ভার ছিলাম। অনুশীলন সেশনগুলোও উপভোগ করেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা ম্যাচটা আগেই জিততে পারতাম। তবে এই টাইব্রেকারে জয় আরও বেশি মহাকাব্যিক। টাইব্রেকারের আগে ছেলেদের শান্ত থাকতে বলেছিলাম। কারণ, ওরা দুর্দান্ত খেলেছে। আজ (রোববার) শিরোপা জিততে না পারলেও আমি সন্তুষ্ট থাকতাম। জিততে পেরে দলের সবাই খুব খুশি।’
হারের পর ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচ বলেছেন, ‘আমরা একের পর এক পদক জিতেছি, যা আসলেই দারুণ ব্যাপার। ক্রোয়েশিয়ার জন্য তিনটি পদক অর্জন করা দুর্দান্ত ব্যাপার। এটা বলে দেয় যে, ক্রোয়েশিয়ার অনেক সম্ভাবনা রয়েছে। হেরে আমরা হতাশ, তবে আমরা যা যা করেছি তাতে আমাদের গর্বিত হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘লুকা মদরিচ বলেছে, সে টুর্নামেন্টের পর নিজের সিদ্ধান্ত জানাবে, এটি ন্যায্য। ফাইনালে সে দুর্দান্ত খেলেছে, আমরা লুকাকে খেলা চালিয়ে যেতে দেখতে চাইব। সে একজন দারুণ খেলোয়াড় এবং আমি আশা করি সে দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে থাকবে।’
মন্তব্য করুন