র্যাঙ্কিংকে মানদণ্ড ধরলে দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থা ছিল গত প্রায় এক বছর। এ সময় ফুটবল খেলুড়ে দেশগুলোর মধ্যে লাল-সবুজদের অবস্থান ছিল ১৯২-এ। সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে, বাংলাদেশ এখন ১৮৯ নম্বরে। বেঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপের পর উন্নতিটা প্রত্যাশিতই ছিল। আসরের ‘বি’ গ্রুপে মালদ্বীপের পর ভুটানকে হারিয়ে ১৪ বছর পর সেমিফাইনালে নাম লেখায় বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দুটি দেশই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে হারালে রেটিং পয়েন্ট বৃদ্ধি পায়। বাংলাদেশের ক্ষেত্রে সেটাই হয়েছে। গতকাল নতুন র্যাঙ্কিং প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৮৮৪। সেটা বেড়ে ৮৯২.৪৪-এ দাঁড়িয়েছে। রেটিং পয়েন্ট বেড়েছে ২.৯৪। সাফ চ্যাম্পিয়ন ভারত ১০০ থেকে ৯৯-এ উঠে এসেছে।
মন্তব্য করুন