আরিফিন তুষার, বরিশাল
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০২:৫৮ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৭:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

লাশের মিছিলে যোগ হলো আরও একটি নাম

মারা গেছেন গুলিবিদ্ধ সেলিম
লাশের মিছিলে যোগ হলো আরও একটি নাম

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই কর্মস্থলে যাওয়ার পথে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন সেলিম তালুকদার ওরফে রমজান (২৮)। ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে ১৫ দিন চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার সকাল ৮টায় মারা যান তিনি।

সেলিম তালুকদার ঝালকাঠির নলছিটি পৌরসভার টিএনটি এলাকার সুলতান তালুকদারের ছেলে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সেলিম ছিলেন মেজ। এক বছরও হয়নি বিয়ে করেছেন তিনি। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে দুই বছর আগে স্নাতক পাস করে নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডায়িং মিলসে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সেলিম তালুকদারের লাশ রাজধানীর বাড্ডা লিঙ্ক রোডের বাসায় নেওয়া হয়। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে গতকাল শুক্রবার সকাল ১০টায় গ্রামের বাড়ি নলছিটিতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তার মরদেহ বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন আত্মীয়স্বজন ও সহপাঠীরা।

কান্না করতে করতে সেলিমের মা সেলিনা বেগম বলেন, ‘সেদিন (১৮ জুলাই) সকালে অফিসের গাড়ি তাকে নিতে আসেনি। অফিসে যাওয়ার উদ্দেশ্যে সে বাসা থেকে বের হয়। এর তিন ঘণ্টা পর মুগদা হাসপাতাল থেকে দুপুর সাড়ে ১২টায় কেউ একজন আমার মোবাইল ফোন নম্বরে কল দিয়ে জানান, আপনার ছেলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে, তাড়াতাড়ি আসেন।’

সেলিনা বেগম বলেন, ‘ফোনে কল পেয়েই আমরা দ্রুত মুগদা হাসপাতালে ছুটে যাই। অবস্থা খারাপ দেখে আমরা ঢাকার গ্রিন রোডের তিনটি বেসরকারি হাসপাতালে ঘুরি। কোথাও আইসিইউতে সিট খালি পাইনি। পরদিন ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করাই ছেলেকে। ওখানে ১৩ দিন আইসিইউতে থাকার পরে আমার ছেলেটি মারা গেছে। সে তো কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, তাকে এভাবে মরতে হলো কেন? আমি সন্তান হত্যার বিচার চাই।’

সেলিমের বাবা সুলতান তালুকদার বলেন, ‘ঘটনার দিন সেলিম বাসা থেকে অফিসের উদ্দেশে রওনা দিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে সংঘর্ষের মধ্যে পড়ে। এ সময় তার মাথায়, বুকে ও পিঠে গুলি লাগে। ফুসফুসেও গুলি লাগে। চার হাসপাতাল ঘোরার পর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যানের সঙ্গে ঝুলছিল স্কুল শিক্ষিকার লাশ

স্বাস্থ্যখাত ও ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছিল আ.লীগ : রহমাতুল্লাহ

সমালোচনার মুখে গ্রাফিতি মোছার ব্যাখ্যা দিলেন জেলা প্রশাসক

‘আমি কি পাগল হয়ে যাচ্ছি’ ডায়েরিতে লিখেছিলেন প্রিয়াঙ্কা

ছিনতাইকারীদের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের নিন্দা বিএনপির

বছরজুড়েই রাসূলুল্লাহর (সা.) জীবন-আদর্শ চর্চা অব্যাহত রাখার আহ্বান জামায়াতের

মুন্সীগঞ্জে মদ্যপানে ৪ জনের মৃত্যু

উচ্ছেদ আতঙ্কে মালপাহাড়িয়ারা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যা বললেন অপু বিশ্বাস

১০

গাজীপুরে বাসচাপায় নওগাঁর ডিবির ওসি নিহত

১১

রিজানের সেঞ্চুরি, সামিউনের ঘূর্ণিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিলো যুবারা

১২

‌‘মন্ত্রী-সচিব হাঁপ ছেড়ে বাঁচল, সারওয়ার আল্লাহর কাছে শুকরিয়া জানাল’

১৩

জিয়ার সৈনিকের লাশ পড়ে ছিল শীতলক্ষ্যা-বুড়িগঙ্গায় : রিজভী

১৪

আগামী নির্বাচনে ইসলামী রাজনৈতিক শক্তিকে মানুষ ভোট দেবে : ডা. তাহের

১৫

নতুন জার্সি স্পনসরশিপ বিসিসিআইয়ের জন্য আশীর্বাদ!

১৬

ইউনূস কার অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতায় বসেছেন : এমএম আকাশ

১৭

হামলা চালিয়ে গুঁড়িয়ে দিল খানকা

১৮

ফের মাস্টার্সের সুযোগ চান সাবেক সমন্বয়কসহ ৬ নেতা

১৯

হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

২০
X