শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
রেদ্ওয়ান আহমদ, চবি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০২:৩০ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১০:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

পাঁচবার ঘোষণা দিয়েও সমাবর্তনে ব্যর্থ চবি

পাঁচবার ঘোষণা দিয়েও সমাবর্তনে ব্যর্থ চবি

পরপর পাঁচবার ঘোষণা দিয়ে গত চার বছরে একবারও সমাবর্তনের আয়োজন করতে পারেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বর্তমান ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার। এতে শিক্ষার্থীদের সমাবর্তনের আক্ষেপ দিন দিন বাড়ছেই। নিয়মিত সমাবর্তন না হওয়ায় শিক্ষার্থীদের অর্জিত ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতিও মিলছে না। সমীক্ষা বলছে, এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০১১ থেকে ২০২৩ পর্যন্ত প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি করেছেন। তাদের কেউই আনুষ্ঠানিক স্বীকৃতি পাননি।

এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা বলছেন, কর্তৃপক্ষ বহুবার সমাবর্তনের আশ্বাস দিলেও তা আলোর মুখ দেখেনি। প্রশাসনের সদিচ্ছা ও কার্যকরী উদ্যোগের অভাবই নিয়মিত সমাবর্তন না হওয়ার প্রধান কারণ।

চবিতে সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৩১ জানুয়ারি। এর আগে তৃতীয় সমাবর্তন হয় তারও আট বছর আগে ২০০৮ সালে। দ্বিতীয় সমাবর্তন হয় আরও ৯ বছর আগে ১৯৯৯ সালে এবং প্রথম সমাবর্তন হয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২৮ বছর পর ১৯৯৪ সালে।

বিশ্ববিদ্যালয়ের বাজেটেও দেখা গেছে ভিসির সমাবর্তনবিমুখ চিত্র। বাজেট পর্যালোচনায় দেখা যায়, গত পাঁচ বছরে সমাবর্তনের জন্য কোনো বরাদ্দই রাখেনি কর্তৃপক্ষ। এ ধারাবাহিকতায় গত রোববার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৫তম বার্ষিক সিনেট সভায় ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হলেও সমাবর্তন খাতে নেই কোনো বরাদ্দ। বিশ্ববিদ্যালয় দিবস, জাতীয় দিবস ও অন্যান্য অনুষ্ঠানের জন্য ২০২৩-২৪ অর্থবছরে ৬৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। অথচ ২০২০ সালের ২৯ জানুয়ারি, ২০২১ সালের ১৬ নভেম্বর, ২০২২ সালের ২৩ জুলাই এবং সর্বশেষ ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি সমাবর্তনের ঘোষণা দেন ভিসি।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মো. জাকির হোসেন কালবেলাকে বলেন, গত ৫৭ বছরে মাত্র চারবার সমাবর্তন হওয়া দুঃখজনক। এটি আমাদের সক্ষমতার ঘাটতিও প্রকাশ করে। বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যেও দেশের অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সমাবর্তন হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ কালবেলাকে বলেন, ভিসি সমাবর্তন নিয়ে ভাবছেন। শিগগির আয়োজন করবেন আশা করি। বাজেটে বরাদ্দের বিষয়ে আমার তেমন কিছু জানা নেই।

এ বিষয়ে কিছু বলতে নারাজ চবি ভিসি শিরীণ আখতার। গত রোববার চবির ৩৫তম সিনেট সভায় সিনেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক ভিসির কাছে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। কালবেলার পক্ষ থেকে কথা বলতে ভিসি শিরীণ আখতারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১০

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১১

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১২

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৩

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১৪

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১৫

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১৬

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১৭

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১৮

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

১৯

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

২০
X