মো. আব্দুর রহিম, জাজিরা (শরীয়তপুর)
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৩:২৩ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৭:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

এখান দিয়ে গাড়ি চালানোর কোনো উপায় নেই

পদ্মা সেতু-শরীয়তপুর সংযোগ সড়ক
এখান দিয়ে গাড়ি চালানোর কোনো উপায় নেই

পদ্মা সেতুর ল্যান্ডিং পয়েন্ট জাজিরার নাওডোবা থেকে শরীয়তপুর জেলা সদর পর্যন্ত ২৮ কিলোমিটার সংযোগ সড়ক সম্প্রসারণ প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। চার বছর পেরিয়ে গেলেও এর মধ্যে তিন দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। তারপরও ঠিকাদারের গাফিলতি আর সড়ক বিভাগের দায়সারা তদারকির কারণে এ পর্যন্ত কাজ হয়েছে ৫৫ ভাগের একটু বেশি। প্রবল বৃষ্টিপাতের কারণে খুঁড়ে রাখা সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দের। যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে সড়কটি যেন এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

কথা ছিল ২০২২ সালের জুন মাসে যখন পদ্মা সেতু চালু করা হবে তখন থেকেই শরীয়তপুরবাসী সড়কটি দিয়ে পদ্মা সেতু পার হয়ে রাজধানী ঢাকায় যাতায়াত করতে পারবে।

পদ্মা সেতু চালু হওয়ার দুই বছর বেশি সময় পার হয়েছে। দক্ষিণ অঞ্চলের জেলাগুলোর মানুষ পদ্মা সেতুর সুবিধা ভোগ করতে পারলেও শরীয়তপুরবাসীর ভাগ্যে এখনো জোটেনি পদ্মা সেতুর পূর্ণ সুবিধা। পদ্মা সেতু পাড়ি দিয়ে শরীয়তপুরের নাওডোবায় পৌঁছালেই শুরু হয় দুর্ভোগ।

একদিকে সরু রাস্তা, অন্যদিকে প্রবল বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া খানাখন্দে সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। সংস্কারের জন্য সড়ক খুঁড়ে রাখায় ভোগান্তির মাত্রা বেড়েছে কয়েকগুণ। মাত্র ২৮ কিলোমিটার পথ পাড়ি দিতে লাগছে বাড়তি সময়, বেড়েছে জ্বালানি খরচ, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।

শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, পদ্মা সেতুর নাওডোবা প্রান্ত থেকে শরীয়তপুর জেলা শহর পর্যন্ত দুই লেনের ২৮ কিলোমিটার সংযোগ সড়কের জন্য ২০২০ সালের মার্চ মাসে ১ হাজার ৬৮২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় সরকার। সংযোগ সড়ক নির্মাণের জন্য তিনটি প্যাকেজে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কাজের অনুমোদন দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৩০ জুন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজ হয়েছে মাত্র ৫৫ ভাগের একটু বেশি। সর্বশেষ ২০২৬ সাল পর্যন্ত প্রকল্পের কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। সড়কে ঠিকাদারি প্রতিষ্ঠানের তেমন লোকবল নেই। নামেমাত্র শ্রমিক আর যন্ত্রপাতি দিয়ে চলছে ২৮ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ। সংস্কারকাজ ধীরগতির কারণে পুরো সড়কজুড়েই ভাঙাচোরা আর খানাখন্দের সৃষ্টি হয়েছে।

এতে ভোগান্তিতে পড়েছে সড়কটিতে চলাচলকারী যাত্রীরা। একটু বৃষ্টি হলেই ভোগান্তি বাড়ে কয়েকগুণ। চলাচলে যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। সৃষ্টি হয় যানজট, ঘটে দুর্ঘটনা। ২৮ কিলোমিটার সড়কপথ পাড়ি দিতে কখনো কখনো লেগে যায় দেড় থেকে দুই ঘণ্টা। তবে সড়ক বিভাগ বলছে, জমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়া এবং বর্ষা মৌসুমের কারণে কাজে গতি আনা যাচ্ছে না।

শরীয়তপুর সুপার সার্ভিসের বাসের চালক আবুল হোসেন কালবেলাকে বলেন, জাজিরা থেকে নাওডোবা পর্যন্ত সবচেয়ে বেশি খারাপ অবস্থা সড়কটির। এখান দিয়ে গাড়ি চালানোর কোনো উপায় নেই। সড়কজুড়ে ভাঙাচোরা আর খানাখন্দে ভরা। জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে আমাদের গাড়ি চালাতে হচ্ছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা আর ক্ষতি হচ্ছে যানবাহনের। তারপরও কাজের কোনো অগ্রগতি দেখছি না। আমরা চাই দ্রুত সড়কটির কাজ শেষ করা হোক।

রাসেদুল ইসলাম রিয়াদ নামে একজন কালবেলাকে বলেন, পদ্মা সেতুর সুফল দক্ষিণাঞ্চলের সব জেলার মানুষ পেলেও শরীয়তপুরের মানুষ সামান্যটুকুও পায়নি। সড়কের নির্মাণকাজ শুরু করলেও কাজের কোনো অগ্রগতি নেই। সংস্কারকাজের কারণে ভাঙা ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। যেন মরণফাঁদ তৈরি করে রেখেছেন ঠিকাদার। জেলা শহর থেকে নাওডোবা পর্যন্ত সড়কে চলাচল করলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাচ্ছে।

আলমগীর নামে একজন অটোচালক কালবেলাকে বলেন, খানাখন্দের কারণে সড়কে চলাচলের কোনো উপায় নেই। অসুস্থ মানুষ নিয়ে সড়কে চলাচল করলে মৃত্যুঝুঁকি থাকে। মানুষ দুর্ঘটনার কবলে পড়ে মারা যায়। দ্রুত সড়কটির সংস্কারকাজ সমাপ্ত করার দাবি জানাই।

সড়কের কাজের অগ্রগতির বিষয়ে কথা বলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

শরীয়তপুরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন কালবেলাকে বলেন, সড়ক নির্মাণকাজে জমি অধিগ্রহণ জটিলতায় কাজের অনেক ক্ষতি হয়েছে। তবে মোট কাজের অগ্রগতি প্রায় ৫৫ ভাগের বেশি। যদিও ২০২৬ সালের জুন মাস পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। তবে আগামী বর্ষা মৌসুমের আগেই সড়কটির কাজ শেষ হয়ে যাবে আশা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নির্বাচনী প্রচারণা নিয়ে নেতাকর্মীদের সুখবর দিলেন তারেক রহমান

৪ নেতাকে সুখবর দিল বিএনপি

ঘরে বসেই প্রতিমাসে আয় দেড় লাখ রিয়াদ-শাকিলা দম্পতির

অফিসে মারামারি করা সেই ২ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা 

ঝুঁকি নিয়ে চলছে ২৩ বিদ্যালয়ে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাদিকে নিয়ে সিইসির সেই বক্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

এনসিপির প্রার্থী ও বৈষম্যবিরোধী নেতাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ সিএমপির

ইরাসমাস আন্তর্জাতিক ক্রেডিট মোবিলিটিতে যুক্ত হওয়ার যোগ্যতা পেল কুবি

১০

জাতীয় দিবসেও ফুল ব্যবসায়ীদের মুখে হতাশা

১১

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

১২

বুধবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

অপারেশন ও রক্ষণাবেক্ষণ শিখতে রাষ্ট্রীয় খরচে বিদেশে যাচ্ছেন রেলের কর্মকর্তারা!

১৪

৫ নেতার বিষয়ে সিদ্ধান্ত নিল বিএনপি

১৫

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেবে বিএনপি : মির্জা ফখরুল

১৬

বাবার বাড়ি যাওয়া হলো না নীরা বেগমের

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় গরুর ধাক্কা নিয়ে ৫ ঘণ্টার সংঘর্ষ

১৮

বিগ ব্যাশে শাহীন আফ্রিদির দুঃস্বপ্নের অভিষেক

১৯

ফয়সালের সঙ্গে ফেসবুকে পরিচয়, আর্থিক সমস্যায় টাকা দেবে জানিয়েছিল : আদালতকে বান্ধবী 

২০
X