চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেশ কয়েকটি ব্যাংকে চাহিদামতো টাকা না পেয়ে শত শত গ্রাহক ফিরে যাচ্ছেন। টাকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক গ্রাহক। দুই মাস ধরে এই অবস্থা চলছে। টাকা না পেয়ে প্রতিদিন ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে গ্রাহকদের বাকবিতন্ডা চলছে। সরেজমিন বিভিন্ন ব্যাংক ঘুরে, গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পটপরিবর্তনের পর ৮ আগস্ট থেকে গ্রাহকদের চাহিদামতো সঞ্চয় করা টাকা দিতে পারছেন না ব্যাংক কর্তৃপক্ষ। প্রায় গ্রাহককে ৫ থেকে ১০ হাজার দিয়ে কোনো রকমে সন্তুষ্ট করছেন। গ্রাহকরা চাহিদামতো টাকা না পেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলছেন। গ্রাহকদের মধ্যে বেশিরভাগ প্রবাসী প্রতিদিন ব্যাংকে ধর্না দিয়েও কোনো কাজ হচ্ছে না। একটি বেসরকারি ব্যাংকের রোয়াজারহাট শাখায় গিয়ে দেখা যায়, ব্যাংকে প্রচুর মানুষের ভিড়। এই প্রতিবেদক ব্যাংকে আসার খবরে গ্রাহকরা হুমড়ি খেয়ে তাদের নানা অভিযোগ জানাতে এগিয়ে আসেন।