দৈনিক কালবেলায় গতকাল বৃহস্পতিবার ‘ভাই-ভাতিজির কথায় চলে শ্রম মন্ত্রণালয়’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আকতারুল ইসলামের স্বাক্ষরে প্রতিবাদলিপি পাঠানো হয়।
এতে বলা হয়, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. শাহাবুদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় তহবিলের সহকারী পরিচালক মুহাম্মদ মেহরাব পাটওয়ারী ও শামীমা সুলতানা হৃদয়ের নামে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদে বলা হয়েছে, মন্ত্রণালয়ের কর্মকর্তারা এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং দুর্নীতি দমন কমিশনে তাদের নামে অভিযোগ করেছেন। তথ্যটি সঠিক নয়। বস্তুতপক্ষে—মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা এ ধরনের কোনো অভিযোগ করেননি। হয়তো কোনো ব্যক্তি হীন উদ্দেশ্যে বেনামি চিঠি দিতে পারে। সংবাদে আরও বলা হয়েছে, প্রতিমন্ত্রী যতবারই বিদেশ সফরে গেছেন এবং খুলনা সফরের সময় প্রতিবারই হৃদয় সফরসঙ্গী হয়েছেন। প্রতিমন্ত্রী একজন নারী হিসেবে একজন নারীকে সহকারী হিসেবে প্রয়োজন হয়। এজন্য হৃদয়কে মাঝে মধ্যে প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হতে হয়।
এ ছাড়া সংবাদে বলা হয়েছে, অভিযোগের বিষয়ে মন্ত্রণালয়ের সচিবকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন প্রতিমন্ত্রী, সে তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। এ তথ্যটিও সঠিক নয়। হৃদয়ের বিরুদ্ধে বেনামি ও উড়োচিঠি মন্ত্রণালয় তদন্তের জন্য আমলে নেয়নি বা নেওয়ার সুযোগও নেই।
অন্যদিকে একই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাবেক মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ। শামীমা সুলতানা হৃদয়ের বিয়ের সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা তোলা ও বিয়েতে উপঢৌকন দেওয়ার তথ্যটি মিথ্যা বলে দাবি করেছেন তিনি।
মন্তব্য করুন