

দৈনিক কালবেলার নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদ ও দৈনিক নয়াদিগন্তের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন সোনারগাঁয়ের স্থানীয় সাংবাদিকরা। গতকাল মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনির, যুগান্তরের আল-আমিন তুষার, নয়াদিগন্তের সোনারগাঁ প্রতিনিধি হাসান মাহমুদ রিপন, দৈনিক বর্তমান পত্রিকার প্রতিনিধি ফরিদ হোসেন, সমকালের প্রতিনিধি শাহাদাত হোসেন রতন, বাংলাদেশ প্রতিদিন ও আনন্দ টিভির প্রতিনিধি মাজহারুল ইসলাম, দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি মাহবুব আলম সুমন, সাংবাদিক গাজী মোবারক ও বিজয় টিভির প্রতিনিধির দ্বীন ইসলাম অনিক।
উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের ফারুক, আজকের পত্রিকা ও ৭১ টিভির শেখ ফরিদ, সাংবাদিক মোকাররম মামুন, দৈনিক খবরের কাগজের ইমরান হোসেন, বাংলাদেশের খবরের সজীব হোসেন, ভোরের পাতার মশিউর রহমান, দৈনিক জাগরণের প্রতিনিধি এরশাদ হোসেন, মনির হোসেন, সিরাজুল ইসলাম সিরাজ, আনোয়ার হোসেন, শাহজালাল হোসেন, ফারুক হোসেন, আক্তার হোসেন, তুহিন আহমেদ, শাহিন সাকি, তৌরব হোসেন, ডালিম হোসাইন, আরাফাত হোসেন সিফাত, মো. রিপন, ফাহাদুল ইসলাম, পারভেজ হোসেন, ইয়াকুব হোসেন, সামির সরকার, কামরুল ইসলাম পাপ্পু প্রমুখ।