শিগগির দ্বার খুলছে বহুল প্রত্যাশিত বড় দুই প্রকল্পের। আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম অংশ এবং ২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তৈরি বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া অক্টোবরের মাঝামাঝি সময়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলেরও উদ্বোধন করবেন তিনি।
গতকাল সোমবার রাজধানীর সেতু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট ব্যয় ৮ হাজার ৯৪০ কোটি টাকা। মোট দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার। এখন পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৬৫ শতাংশ। এটি আগামী বছর ২ জুন শেষ হবে। মন্ত্রী আরও জানান, এয়ারপোর্ট থেকে ফার্মগেট মেইন লাইনের দৈর্ঘ্য ১১.৫ কিলোমিটার। এর মধ্যে মোট ১৫টি র্যাম্পের ১৩টি উন্মুক্ত। গাড়ির গতিসীমা ৬০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত আসতে সময় লাগবে মাত্র ১০ মিনিট।
ব্রিফিংয়ে সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. ফেরদাউস, এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার এবং কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের পরিচালক মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন