হাসান আজাদ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০২:৪০ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

বেসরকারি ৯১ বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ পর্যালোচনায় কমিটি

বকেয়া পরিশোধের আহ্বান
বেসরকারি ৯১ বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ পর্যালোচনায় কমিটি

সদ্য বাতিল করা বিদ্যুৎ ও জ্বালানি বিশেষ বিধানের আওতায় বেসরকারি খাতে ৯১টি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি করেছে অন্তর্বর্তী সরকার। বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদকরা কয়েক মাস ধরেই বকেয়া বিল পরিশোধের জন্য সরকারের সঙ্গে আলোচনা করছিলেন। আলোচনা চলা অবস্থায় এ ধরনের কমিটি গঠনকে বেসরকারি খাত সংশ্লিষ্টরা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, পর্যালোচনার পাশাপাশি বেসরকারি খাতের বকেয়া বিল পরিশোধের উদ্যোগ নিতে হবে। না হলে বিদ্যুৎ উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা প্রকারান্তরে গ্রাহকের ওপরই প্রভাব বিস্তার করবে।

বিদ্যুৎ বিভাগ থেকে গতকাল মঙ্গলবার গঠন করা ট্যারিফ পর্যালোচনা কমিটির প্রধান করা হয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক কামরুল আহসানকে। কমিটির অন্য সদস্যরা হলেন পাওয়ার সেলের বিদ্যুৎ খাতের সংস্কার কমিটি ও কনসালটেন্ট এবং আর্থিক মডেলিং বিশেষজ্ঞ তোহা মুহাম্মদ, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনজুর আলম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (অর্থ) অঞ্জনা খান মজলিশ, পরিচালক (ক্রয় পরিদপ্তর) নান্নু মিয়া এবং বিদ্যুৎ বিভাগের উপসচিব (উন্নয়ন-১) মোহাম্মদ সোলায়মান।

কমিটির এক সদস্য কালবেলাকে বলেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিশেষ আইনের অধীনে করা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো (পিপিএ) পর্যালোচনা করব। পর্যালোচনা শেষে সরকারের কাছে সুপারিশ দেব।

তিনি বলেন, বিশেষ আইনে করা কেন্দ্রগুলোর ট্যারিফ নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা আছে যে, তারা বেশি অর্থ নিচ্ছে।

বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (বিপ্পা) সভাপতি কে এম রেজাউল হাসনাত কালবেলাকে বলেন, ট্যারিফ বেশি নিচ্ছে—এমন কয়েকটি কোম্পানি থাকতে পারে। আমরাও আমাদের পক্ষ থেকে বলেছি, ট্যারিফ পর্যালোচনা করেন। এটা ভালো উদ্যোগ। পাশাপাশি সরবরাহ ঠিক রাখতে বকেয়া বিলও পরিশোধ করতে হবে। না হলে বেসরকারি খাতে অস্থিতিশীলতা তৈরি হতে পারে।

বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, গত ডিসেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ের সংস্থা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ চাওয়া হয়। এই ঋণ চাওয়ার পর বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ বেশি বলে মন্তব্য করে আইএমএফ প্রতিনিধিদল। এজন্য ট্যারিফ পর্যালোচনা করারও পরামর্শ দেওয়া হয়। ওই পরিপ্রেক্ষিতে এ পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে।

পর্যালোচনা কমিটি সদ্য বাতিলকৃত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০-এর (সংশোধিত ২০২১) অধীন সম্পাদিত ক্রয় চুক্তিগুলোর ট্যারিফ কাঠামো পর্যালোচনা ও সুপারিশ প্রদান করবে। এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০-এর (সংশোধিত ২০২১) আওতায় সম্পাদিত ফার্নেস অয়েলভিত্তিক (এইচএফও) বিদ্যুৎকেন্দ্রের চুক্তিগুলোতে ফের নেগোশিয়েশন ও সুপারিশ প্রদান করবে।

গত ৮ জানুয়ারি বিদ্যুৎ সচিবকে বিপ্পার দেওয়া এক চিঠিতে বর্তমান মোট বকেয়ার অর্ধেক আগামী ১০ কর্মদিবসের মধ্যে পরিশোধের জন্য বলা হয়। বর্তমান বকেয়ার পরিমাণ ৯ হাজার কোটি টাকা। এই টাকা অর্ধেক পরিশোধ করা না হলে গ্রীষ্মে ও রমজানে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটতে পারে। বিষয়টি নিয়ে গত সোমবারও বিদ্যুৎ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সংগঠনটির নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

বেলুচিস্তানে ভারত-পাকিস্তান তীব্র গোলাগুলি, নিহত ৩

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে : মির্জা ফখরুল

এবার ক্রিকেটারদের সঙ্গে ‘বৈঠকে’ বসছে পাকিস্তানও, উত্তেজনা তুঙ্গে 

১০

‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ মন্তব্যের জেরে আইনি পথে যাচ্ছে ডাকসু

১১

যানজট ও নাগরিক ভোগান্তি কমাতে পদক্ষেপ নেওয়া হবে : হামিদ

১২

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে : দুলু

১৩

জবির প্রশাসনিক ভবনে তালা, টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষ

১৪

মার্কিন হামলার আশঙ্কায় বাঙ্কারে আশ্রয় নিয়েছেন খামেনি

১৫

সরকারের বিজ্ঞপ্তি / নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতায় আ.লীগকে দায়ী করা হবে

১৬

বাংলাদেশকে নিয়ে ‘চাঞ্চল্যকর’ মন্তব্য করলেন মদন লাল

১৭

জামায়াতের নায়েবে আমিরের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানাল ইসলামী আন্দোলন

১৮

ভারতের সাবেক হাই কমিশনারের বক্তব্যের কড়া জবাব দিল জামায়াত

১৯

সভাপতির অসহযোগিতায় নিয়োগ স্থগিত : শিক্ষার্থীদের বিক্ষোভ

২০
X