ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
ঝিনাইদহে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে কালবেলা পাঠকপ্রিয়তা অর্জন করেছে’ 

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ ব্যুরো অফিস চত্বর থেকে র‌্যালি বের করা হয়। ছবি : কালবেলা
কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ ব্যুরো অফিস চত্বর থেকে র‌্যালি বের করা হয়। ছবি : কালবেলা

ঝিনাইদহে জাতীয় দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের শুভসূচনা কর হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা কালবেলার বিভিন্ন দিক তুলে ধরে সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পরে ঝিনাইদহ ব্যুরো অফিস চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অতিথি ছাড়াও গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতাসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় ঝিনাইদহ ব্যুরো অফিস মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায় বলেন, দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মাত্র তিন বছরে পাঠকপ্রিয়তা অর্জন করেছেন। পত্রিকাটি তথ্যবহুল নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করে জনগণের বিশ্বস্ততা অর্জন করে একটি সাহসী মুখপত্র হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, সময়ের সাহসী সাক্ষী হয়ে কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ, চিন্তাশীল ভাবনা এবং সমাজমুখী সাংবাদিকতা চর্চা করে চলেছে।

কালবেলা ঝিনাইদহ ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ ইমরান জাকারিয়া, জাসাসের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান, জেলা বিএনপির সভাপতি অ্যাড এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান ইপিআর। আরও উপস্থিত ছিলেন— ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এসএ টিভি ও বনিক বার্তার জেলা প্রতিনিধি ফয়সাল আহম্মেদ, ঝিনাইদহ প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও এশিয়া টিভি, দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি, বাংলাদেশ অবজারভার জেলা প্রতিনিধি জাফরউদ্দিন রাজু, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন, ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল হাই, আজকের পত্রিকার আব্দুল্লাহ আল মামুন, কালবেলার স্টাফ রিপোর্টার মেহেদী হাসান সবুজ, ঝিনাইদহ ব্যুরোর মাল্টিমিডিয়া রিপোর্টার শেখ ইমন হোসেন, কালবেলার মহেশপুর প্রতিনিধি শামীম খান জনি, কালীগঞ্জ প্রতিনিধি ওসমান গনি জুয়েল, হরিণাকুণ্ডু প্রতিনিধি সবুজ শাহরিয়ারসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ ইমরান জাকারিয়া বলেন, কালবেলা সময় উপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

কণ্ঠশিল্পী মনির খান বলেন, কালবেলা পাঠকদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে। যে বিষয়গুলো সমাজ গঠন ও দেশ গড়ার ক্ষেত্রে সৎ, সাহসী ও সুস্থ সাংবাদিকতা চর্চার জানান দেয়। কালবেলা ভবিষ্যতেও নিরপেক্ষতা, নৈতিকতা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের পথচলা অব্যাহত রাখবে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, কালবেলা পত্রিকাটি বর্তমান তথ্য প্রবাহের যুগে সংবাদপত্র শুধু সংবাদ পরিবেশনই নয়, পত্রিকাটি জাতির বিবেক, গণতন্ত্রের রক্ষক এবং উন্নয়নের অগ্রদূত হিসেবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সাংবাদিকতা জগতে নির্ভীক ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে আত্মপ্রকাশকারী দৈনিক কালবেলা তিন বছর পূর্ণ করার মাধ্যমে প্রমাণ করেছে তারা সঠিক পথে কাজ করে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

রাতে খাবার বন্ধ করলে ওজন কমে কি

জুলাই সনদ স্বাক্ষর নিয়ে নাহিদের প্রতিক্রিয়া

তৃণমূল নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে : মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

শনিবার খোলা থাকবে ব্যাংক

পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতি, বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যা

জামাইয়ের দেওয়া আগুনে পুড়ে ছাই শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠান

সীমান্তে নারী-শিশুসহ ১১ অনুপ্রবেশকারী আটক

ভারতে পালানোর সময় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১০

নামাজ শেষে বিশ্রাম নিচ্ছিলেন সোহেল, ঘরে ঢুকে মাথায় গুলি

১১

প্রতিদিন মদ খেলে মস্তিষ্কে যা ঘটে জানাচ্ছে গবেষণা

১২

আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম : প্রধান উপদেষ্টা

১৩

জঙ্গলে বিমান বিধ্বস্ত, সবাই নিহত

১৪

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি যেসব দল

১৫

কালবেলা পাঠকদের কাছে আস্থা অর্জন করতে পেরেছে : টুকু

১৬

সাতক্ষীরার তিন কলেজে পাস করেনি কেউ

১৭

রুই মাছের ৮ পদ, আজই বানিয়ে ফেলুন আপনার পছন্দের রেসিপিটি

১৮

তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনী / ‘দেশ বিনির্মাণে তারেক রহমানের পরিকল্পনা সবার কাছে পৌঁছে দেব’

১৯

কী বলা হয়েছে জুলাই সনদের অঙ্গীকারনামায়

২০
X