সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ জেড এম শফিউদ্দিন (শামীম) ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন। গত বুধবার ব্যাংকের পর্ষদ সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর (প্রথম শ্রেণি) এবং যুক্তরাজ্যের ওয়েস্ট স্কটল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এম শফিউদ্দিন। শিক্ষা জীবন শেষে পারিবারিক ব্যবসায় যুক্ত হন। তিনি প্রতিষ্ঠা করেন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এসকিউ গ্রুপ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠা করেন এসকিউ ফাউন্ডেশন। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন