অতিরিক্ত আইজিপি ও এসবি প্রধান মো. মনিরুল ইসলাম বলেছেন, পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে—এর প্রেসক্রিপশন দেওয়া হয়। অনেক ধরনের হুমকি-ধমকি দেওয়া হয়। কিন্তু আইনের আলোকেই কাজ করবে পুলিশ। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গত শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল ইসলাম ও অতিরিক্ত আইজিপি এসবি মনিরুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বলেন, পুলিশ সবসময় জনগণের জন্য কাজ করে। আমরা কোনো রাজনীতি করি না। আমাদের দায়িত্ব জননিরাপত্তা নিশ্চিত করা। মানুষের মনে সেন্স অব সিকিউরিটি প্রমোট করা।
পুলিশের নবীন সদস্যদের উদ্দেশে তিনি বলেন, অনেক ধরনের হুমকি-ধমকি, পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে এর প্রেসক্রিপশন দেওয়া হয়। কিন্তু আমরা আইনের আলোকেই কাজ করব। তিনি বলেন, ঢাকা শহরের দুই কোটি মানুষের স্বাচ্ছন্দ্য চলাফেরায় যারা বিঘ্ন সৃষ্টি করবে, যানবাহনে যারা হামলা করবে, ভাঙচুর করবে, অগ্নিসংযোগ করবে কিংবা পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ পুড়িয়ে মারবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ কোনো রাজনীতি নয়। আইনগত ব্যবস্থা গ্রহণ করাটা আমাদের ওপরে অর্পিত দায়িত্ব। সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে।
মনিরুল বলেন, বাংলাদেশকে কখনই আবার এমন জায়গায় ফিরিয়ে নেওয়ার চক্রান্তকে সফল হতে দেব না, যেখানে ৬৩টি জেলার ৫০০ জায়গায় বোমা হামলা হবে। যেখানে গোপাল কৃষ্ণ মুহুরি নিজের ঘরে হত্যার শিকার হবে, পূর্ণিমা শীলরা ধর্ষিত হবে। রাজনীতি করার ‘অপরাধে’ আহসান উল্লাহ মাস্টার, শাহ এএমএস কিবরিয়া, মমতাজ উদ্দিন আহমেদ, মঞ্জুরুল ইমামরা হত্যাকাণ্ডের শিকার হবেন না। সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে কৃষককে জীবন দিতে হবে না।
পুলিশের ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করার প্রত্যয়ের কথা জানিয়ে মনিরুল বলেন, বিদ্যুৎ নয়, তারবিহীন খাম্বা শোভা পাবে সে রকম জায়গায় ফিরিয়ে নেওয়ার যে চক্রান্ত, সেটি আমরা সফল হতে দেব না। যে কোনো দুর্যোগের বিরুদ্ধে জনগণের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ সব সময় আইনগত দায়িত্ব পালন করেছে। আগামী দিনে দেশবিরোধী, জনগণের স্বার্থবিরোধী অগণতান্ত্রিক বা নিয়মবহির্ভূত যে কোনো অপরাধকর্ম—সেটি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব। সেটি করতে পারলেই বঙ্গবন্ধুর জনগণের পুলিশ, সেটি হওয়া আমাদের সার্থক হবে।
মন্তব্য করুন