কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৮:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

জাল সইয়ে বোনের কাছে ফ্ল্যাট হস্তান্তর করেন টিউলিপ

ফিন্যান্সিয়াল টাইমস
জাল সইয়ে বোনের কাছে ফ্ল্যাট হস্তান্তর করেন টিউলিপ

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সরকারি জমির অবৈধ বণ্টনের অভিযোগ এনেছে। দুদকের তদন্তে জানা গেছে, তিনি জাল নোটারি নথি ব্যবহার করে তার বোনের কাছে সম্পত্তি হস্তান্তর করেন। ওই নথিতে দেওয়া আইনজীবীর সইটিও জাল। গতকাল শুক্রবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দুদকের দাবি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঢাকার পূর্বাচল নিউ টাউন প্রকল্পে নিজ ও পরিবারের জন্য সরকারি প্লট নিশ্চিত করেন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের মাধ্যমে সুবিধা নেন। গত বৃহস্পতিবার প্রকাশিত দুদকের একটি অভিযোগপত্রে উল্লেখ করা হয়, তিনি ভুয়া নোটারি ব্যবহার করে তার বোনের নামে আলাদা একটি ফ্ল্যাট হস্তান্তর করেন। দুদক এখন টিউলিপের বিরুদ্ধে আনা এই অভিযোগ আদালতে উপস্থাপন করবে। আদালত অভিযোগ আমলে নিয়ে অনুমোদন দিলে বিচারিক কার্যক্রম শুরু হবে। টিউলিপ সিদ্দিক গত জানুয়ারিতে যুক্তরাজ্যের সরকারি পদ থেকে পদত্যাগ করেন। সে সময় ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানানো হয়, তিনি তার খালা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তি থেকে সুবিধা পান। এই অভিযোগ ওঠার পর তিনি রাজনৈতিক চাপে পড়েন। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বারবার অস্বীকার করে আসছেন টিউলিপ। দুদক জানিয়েছে, তারা রাষ্ট্রীয় সম্পদের সঙ্গে জড়িত দুর্নীতির অভিযোগের বিশদ তদন্তের অংশ হিসেবে টিউলিপসহ শেখ হাসিনার পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। সাধারণত দুদকের দুর্নীতির মামলা পরিচালনা ও তদন্তের ক্ষমতা আছে। সংস্থাটির দাবি, শেখ হাসিনা ও তার আত্মীয়রা আইন লঙ্ঘন করে সরকারি জমির মালিকানা নিয়েছেন। দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের আরও অনেক দুর্নীতির অভিযোগ বর্তমানে দুদকে তদন্তাধীন।’

গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামল শেষ হয়। এরপর থেকে তার পরিবারকে জড়িয়ে দুর্নীতি, জমি চুক্তি ও আর্থিক অনিয়ম সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে আসে। দুর্নীতি দমন কমিশনের দাবি, ঢাকা শহরের উপকণ্ঠ পূর্বাচল নিউ টাউন প্রকল্পের ৬০ কাঠা (প্রায় এক একর) সরকারি জমি অবৈধভাবে শেখ হাসিনা, তার সন্তান ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের বরাদ্দ দেওয়া হয়েছে। তদন্ত সংস্থার অভিযোগ, ঢাকা শহরে আগেই টিউলিপের অন্য একটি সম্পত্তির মালিকানা থাকায় পূর্বাচলে জমি বরাদ্দ স্কিমের আওতায় তিনি প্লট পাওয়ার যোগ্য ছিলেন না। কিন্তু তা সত্ত্বেও তিনি ও তার পরিবারের সদস্যরা নিয়মের পাশ কাটিয়ে এই জমির মালিকানা পান। এতে দেখা যায়, তারা সরকারি চাকরিজীবীদের জন্য নির্ধারিত জমির জন্য নির্ধারিত লটারির নিয়মকে পাশ কাটিয়ে প্লট বরাদ্দ নিয়েছেন।

বিশদ তদন্তের অংশ হিসেবে দুদক আরও দাবি করেছে, টিউলিপ গুলশানের একটি ফ্ল্যাটের মালিকানা তার বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করতে একটি জাল নোটারি নথি ব্যবহার করেছিলেন। অভিযোগপত্র অনুযায়ী, ওই নথিতে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী সিরাজুল ইসলামের সিল চিহ্নিত করা হয়েছে। তবে তিনি এই নোটারি করার কথা অস্বীকার করেন। তিনি জানান, যদিও সিলটিতে তার নাম ছিল, তবে নোটারির স্বাক্ষরের সঙ্গে তার স্বাক্ষরের মিল নেই। সিরাজুল ইসলাম তদন্তকারীদের জানান, তিনি কেবল তার নিজের চেম্বারে ডকুমেন্ট নোটারি করেন এবং টিউলিপ সিদ্দিক বা আজমিনা সিদ্দিকের সঙ্গে তার কোনো পূর্ব পরিচয় ছিল না।

বিতর্কিত নথিটি একটি হেবা দলিল। সাধারণত কাউকে কোনো সম্পত্তি উপহার দেওয়ার জন্য এটি একটি ইসলামিক আইনি দলিল। উল্লেখিত দলিলটি ২০১৫ সালের। সে সময় টিউলিপ লেবার পার্টির পার্লামেন্ট সদস্য হলেও মন্ত্রিত্ব পাননি। দুদক অভিযোগ করেছে, নোটারির বিষয়টি একটি প্রতারণা ছিল এবং এটি সম্পত্তির প্রকৃত মালিকানা গোপন রাখার প্রচেষ্টার অংশ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী টিউলিপ জানুয়ারিতে বলেছিলেন, তিনি দুর্নীতি মোকাবিলার দায়িত্বে থাকলে সরকারের কাজ বিঘ্নিত হতে পারে। এ বিষয়ে জানতে টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করেছিল ফিন্যান্সিয়াল টাইমস। তবে তাৎক্ষণিকভাবে তার কোনো প্রতিক্রিয়া জানতে পারেনি সংবাদমাধ্যমটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার শীত নিয়ে নতুন বার্তা

চীনের সঙ্গে চুক্তি নিয়ে কানাডাকে হুমকি দিল ট্রাম্প

দেশে ভূমিকম্প অনুভূত

ভারত থেকে দেশে ঢুকল ৮ ট্রাক বিস্ফোরক, নিরাপত্তা জোরদার

মিনিয়াপোলিসে গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত

রাষ্ট্রদূতদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের প্রচার বৈধ : আলী রীয়াজ

ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলা, নিহত ২

কুমিল্লায় তিনটি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

১০

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১১

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

১২

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

১৩

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

১৪

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

১৫

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

১৬

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

১৭

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১৮

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

১৯

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

২০
X