জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর আহমদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ রোববার। ২০১৫ সালের এ দিনে মারা যান তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে গতকাল শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া কাজীবাড়িতে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, মরহুমের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় নেতা কাজী নাহিদ, কাজী জয়া, কাজী মো. নজরুল প্রমুখ নেতারা ছিলেন। এ ছাড়া গত ২২ আগস্ট ঢাকায় দলের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়। কাজী জাফর ১৯৩৯ সালের ১ জুলাই কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি এক বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। ভাষা আন্দোলনের সিঁড়ি বেয়ে রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন কাজী জাফর আহমদ।
মন্তব্য করুন