শাহনেওয়াজ খান সুমন
প্রকাশ : ১২ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ মে ২০২৫, ০৮:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

পশুর হাট ইজারায় আগের মতো মিলছে না দর

ডিএসসিসি
পশুর হাট ইজারায় আগের মতো মিলছে না দর

রাজধানীর হাজারীবাগ এলাকায় কোরবানির পশুর অস্থায়ী হাটে গত বছর সরকারি ইজারা মূল্য ছিল ৩ কোটি ৩১ লাখ টাকা। সরকারি দরের চেয়ে ২ কোটি ৭৫ লাখ টাকা বেশি দিয়ে ৬ কোটি ৬ লাখ টাকায় হাটটি ইজারা নিয়েছিলেন হাজারীবাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল হাসনাত। চলতি বছর একজন অংশগ্রহণকারীর প্রস্তাবিত দরের চেয়ে মাত্র ১ লাখ টাকা বেশি দিয়ে ৪ কোটি ৯৫ লাখ টাকায় মেসার্স সাফি এন্টারপ্রাইজের নাফিজ কবির হাটটি ইজারা নিয়েছেন। এতে গত বছরের তুলনায় এ বছর হাটটি থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয় কমেছে ১ কোটি ১১ লাখ টাকা। শুধু এই হাটই নয়, এবার ডিএসসিসির বেশিরভাগ পশুর হাটের চিত্রও এমন। এ ছাড়া কয়েকটি হাটের ইজারায় প্রস্তাবিত দর সরকারি দরের চেয়ে কম হওয়ায় সেগুলো ইজারা দেওয়া হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকায় এবার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি এবং উত্তর সিটি করপোরেশন এলাকায় ১০টি অস্থায়ী হাটের ইজারার জন্য পৃথক দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে তিনটি জায়গায় হাট না বসাতে আদেশ দিয়েছেন আদালত, যার দুটি ডিএসসিসি এলাকায়। এরই মধ্যে ডিএসসিসির হাটের দরপত্র প্রথম পর্যায়ে উন্মুক্ত করা হয়েছে। হাটবাজার ব্যবস্থাপনা কমিটি যাচাই-বাছাই করে ৫টি পশুর হাট ইজারার জন্য নির্ধারণ করেছে। তিনটি হাটের প্রস্তাবিত দর প্রত্যাশিত দরের চেয়ে কম হওয়ায় এবং একটি হাটে কেউ দরপত্র জমা না দেওয়ায় এই চারটি হাটে দ্বিতীয় পর্যায়ে ইজারা অনুষ্ঠিত হবে। আর ডিএনসিসির ১০টি হাটের দরপত্র শিগগিরই উন্মুক্ত করা হবে।

জানা গেছে, এবার ঢাকার হাটে এসেছে নতুন ইজারাদার। তাদের সবার দলীয় পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও আওয়ামী লীগ নেতাদের পুরোনো সিন্ডিকেটে কোনো হাট যাচ্ছে না। আওয়ামী লীগের নেতাদের জায়গায় এবার ইজারা নিতে আগ্রহীদের দলে আছেন বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের নেতারা।

ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন খালি জায়গার কোরবানির পশুর হাটের চলতি বছরে সরকারি মূল্য ছিল ১ কোটি ৭৪ লাখ টাকা। এ বছর দরপত্রে অংশ নেয় দুটি প্রতিষ্ঠান। শিকদার এন্টারপ্রাইজের আনিসুর রহমান টিপু এ বছর সর্বোচ্চ দর ১ কোটি ৭৫ লাখ টাকায় হাটটি ইজারা নিয়েছেন। গত বছর এ হাটের সরকারি দর ছিল ১ কোটি ৩০ লাখ টাকা। তবে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর হামিদুল হক হাটটি ২ কোটি ৪১ লাখ টাকায় ইজারা নিয়েছিলেন।

পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গার কোরবানি পশুর অস্থায়ী হাটটি আওয়ামী লীগ সরকারের আমলে টানা সাতবার ইজারা নেন ৪৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মইন উদ্দিন চিশতী। গত বছর হাটটির সরকারি দর ছিল ২ কোটি ২৩ লাখ টাকা। তবে মইন উদ্দিন চিশতী হাটটি ইজারা নেন ২ কোটি ৬২ লাখ টাকায়। এ বছর হাটটির সরকারি দর ছিল ২ কোটি ৬৯ লাখ ৯৮ হাজার টাকা, তবে শেষ পর্যন্ত দুই ব্যবসায়ীর মধ্যে মোহাম্মদ আলী মিলন ২ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকায় ইজারা নিয়েছেন।

সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল হাটের গত বছর সরকারি দর ছিল ৩ কোটি ৯১ লাখ টাকা। ৪১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সারোয়ার হাসান আলোর বন্ধু আসফাক আজিম ৪ কোটি ৬০ লাখ টাকায় হাটটি ইজারা নিয়েছিলেন। এ বছর হাটটির সরকারি দর ৪ কোটি ৬৪ লাখ টাকা হলেও ইজারায় অংশ নেওয়া তুষার আহমেদ ইমরান সর্বোচ্চ ২ কোটি টাকা দর প্রস্তাব করেন। সর্বোচ্চ প্রস্তাবিত দর সরকারি দরের চেয়ে কম হওয়ায় হাটটি ইজারা দেওয়া হয়নি।

দনিয়া কলেজের পূর্বপার্শ্বে ও সনটেক মহিলা মাদ্রাসার পূর্বপার্শ্বের খালি জায়গার অস্থায়ী পশুর হাটের এ বছর সরকারি দর ৪ কোটি ৭২ লাখ টাকা। এই হাটে তিনটি শিডিউল বিক্রি হলেও একটিও জমা পড়েনি। আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান গত বছর ৪ কোটি ২৫ লাখ টাকায় হাটটি ইজারা নিয়েছিলেন।

রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গার হাটটি আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ছিল সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ছেলেদের কবজায়। সালমান সেলিম আশিক গত বছর সরকারি দরের চেয়ে ২০ লাখ টাকা বেশি দিয়ে ৭১ লাখ টাকায় হাটটি ইজারা নিয়েছিলেন। এ বছর হাটটির সরকারি দর ছিল ৬২ লাখ টাকা। ইজারায় অংশ নেন তিনজন।

শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গার অস্থায়ী হাটের এ বছর সরকারি দর প্রায় ৬৭ লাখ টাকা। দুজন দরদাতার মধ্যে নাজমুল আলম নামে একজন সর্বোচ্চ ৩০ লাখ টাকা দর প্রস্তাব করেন, যে কারণে হাটটি ইজারা দেওয়া হয়নি। গত বছরও এ হাটের ইজারায় সরকারি দর ছিল ৬৭ লাখ টাকা। সেবার স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম ৭৫ লাখ টাকায় হাটটি ইজারা নেন।

মেরাদিয়া বাজারের পূর্বপার্শ্বের খালি জায়গায় সরকারি দর ছিল ৩ কোটি ৪ লাখ টাকা। তিনজন দরদাতার মধ্যে সর্বোচ্চ ৩ কোটি ৪ লাখ টাকাই দর প্রস্তাব করেন ফেরদৌস আহমেদ নামে একজন। তবে হাইকোর্ট হাটটি বসাতে স্থগিতাদেশ দেওয়ায় ইজারা স্থগিত রাখা হয়েছে। গত বছর হাটটি খিলগাঁও থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবু সাঈদ ৩ কোটি ৭১ লাখ টাকায় ইজারা নিয়েছিলেন। সেবার হাটটির সরকারি দর ছিল ২ কোটি ৩৬ লাখ টাকা।

ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশে খালি জায়গার হাটটিতে এ বছর সরকারি দর ছিল ৩ কোটি ৭৫ লাখ টাকা। একজন অংশগ্রহণকারী আকরাম হোসাইন ১ কোটি ৫ লাখ টাকা দর প্রস্তাব করেন। গত বছর ডিএসসিসির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম ভাট্টির অনুসারী যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সরকার সরকারি দরের চেয়ে ২ লাখ টাকা বেশি দিয়ে ৩ কোটি ৬৯ লাখ টাকায় ইজারা নিয়েছিলেন।

আমুলিয়া এলাকার হাটের সরকারি দর এবার ৫৩ লাখ টাকা। জয়নাল আবেদিন নামের একজন ৫৫ লাখ টাকায় ইজারা পেয়েছেন। গত বছর ৬৫ লাখ টাকায় হাটটি ইজারা নেন যুবলীগ নেতা এমদাদুর রহমান।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা (উপসচিব) কাইজার মোহাম্মদ ফারাবী বলেন, ‘এ বছর পশুর হাটের ইজারা নিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেই। এবার বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদের নেতারাসহ অনেকেই এসেছেন। দরদাতাদের উপস্থিতিতে প্রথম পর্যায়ে যাচাই-বাছাই কমিটি দরপত্র মূল্যায়ন করে ৫টি হাট ইজারার জন্য নির্ধারণ করেছেন।’

তিনি বলেন, ‘সরকারি দরের চেয়ে কমে কোনো হাট ইজারা দেওয়া হয়নি। একটি হাটের শিডিউল বিক্রি হলেও কেউ জমা দেননি। আর যেসব হাটে সরকারি দরের চেয়ে কম দর উঠেছে সেগুলো নিয়ম অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে যাবে। এ ছাড়া হাইকোর্ট দুটি স্থানে পশুর হাট বসানো স্থগিতের নির্দেশনা দেওয়ায় পরবর্তী নির্দেশনা পর্যন্ত আমরা হাট দুটি স্থগিত রেখেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়নাঘর পরিদর্শন করলেন আরএফকে সেন্টারের প্রধান কেরি কেনেডি

সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চায় ঢাবি সাদা দল

ভারতের প্রতিক্রিয়ায় জবাব দিলেন প্রেস সচিব

আ’লীগ নিষিদ্ধ নিয়ে কী বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি চলছে

সাম্য আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত ছাত্রনেতা : ছাত্রদল সভাপতি

চট্টগ্রাম জেলায় আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার চাইলেন মির্জা ফখরুল

আ.লীগের খবর প্রকাশ করলে দুই থেকে সাত বছর শাস্তি

চট্টগ্রাম পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

১০

গরমে পেট ঠান্ডা রাখতে জাদুর মতো কাজ করবে যে খাবার

১১

আজ জবি শিক্ষার্থীদের ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি

১২

সৌদি-ইসরায়েল স্বাভাবিকীকরণ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা

১৩

প্রধান উপদেষ্টাকে বরণে প্রস্তুত চট্টগ্রাম

১৪

যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ 

১৫

অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান : হাসনাত আব্দুল্লাহ

১৬

তিনতলা থেকে পড়ে প্রাণ গেল বাংলাদেশির

১৭

আজকের দিন কেমন কাটতে পারে, জেনে নিন রাশিফলে

১৮

পরকীয়ার জেরে পরিবার নিশ্চিহ্নের চেষ্টা যুবকের

১৯

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে বড় সুখবর পেল সিরিয়া

২০
X