সংসদ সদস্য পদ শূন্য হলে সে আসনে উপনির্বাচনের বিধান ৯০ দিনের মধ্যে। তবে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে সে বাধ্যবাধকতা ছিল ৪৫ দিনের। এখন থেকে নারী আসনের উপনির্বাচনও ৯০ দিনের মধ্যে করতে হবে। এমন বিধান যুক্ত করে জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন নির্বাচন (সংশোধন) আইন ২০২৩-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া নির্বাচনে প্রার্থীর জামানতের পরিমাণ ১০ হাজারের থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। গতকাল সোমবার মন্ত্রিসিভার বৈঠকে আইনটির অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, আইনে সংশোধন করে নারী আসনসংখ্যা ৪৫টির স্থলে ৫০টি করার বিষয়টি যুক্ত করা হয়েছে।
নাটোরে হচ্ছে ওয়াজেদ মিয়া বিশ্ববিদ্যালয় : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী পরমাণুবিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার নামে নাটোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে যাচ্ছে সরকার। এজন্য ‘ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
পেটেন্ট আইনে সুরক্ষা পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা : ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষা দিতে ‘বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, পুরোনো আইনটি আপডেট করে ও বাংলা করে ২০২২ সালে প্রণয়ন করা হয়। সেটিকে আরও পরিমার্জন ও পরিবর্ধন করে আজ উপস্থাপন করা হয়েছে।
বর্তমান পরিস্থিতির আলোকে আইনটি সংশোধন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, অ্যাগ্রোকেমিক্যাল কোম্পানিগুলোকে সহায়তা করার জন্য নতুন ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।
ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি প্যাটেন্ট তাদের ইউটিলিটি মডেলের মাধ্যমে একটি বিধির আওতায় প্রটেকশন দেওয়ার বিধান রাখা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি আরও বলেন, বিশেষ পরিস্থিতিতে কোনো দেশের কোনো আইটেমের পেটেন্ট যদি না পাওয়া যায়, তখন সরকার সিদ্ধান্ত নিয়ে দেশীয় কোনো শিল্পপ্রতিষ্ঠানকে ওই আইটেম উৎপাদন করার অপশন দিতে পারবে।
বাণিজ্য সংগঠন আইন: বাণিজ্য সংগঠনগুলোর নির্বাচনের সময় ছয় মাস বাড়িয়ে এক বছর করে বাণিজ্য সংগঠন (সংশোধন) আইন ২০২৩-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ট্রেড অর্গানাইজেশন অধ্যাদেশ ১৯৬১ কে ১৯৮৪ সালে সামরিক শাসন আমল সংশোধন করা হয়। পরে ২০২২ সালে আইনটি নতুন করে বাংলা প্রণীত হয়। সে আইনে কতিপয় ধারা সংশোধনের জন্য একটি বিল বাণিজ্য মন্ত্রণালয়ে থেকে আজকে উপস্থাপন করা হয়। বিস্তারিত আলোচনার পর ভেটিং সাপেক্ষে সেটিকে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন: ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘ভূমি সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতি সুনির্দিষ্ট করে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন করছে সরকার। জালিয়াতি করে অন্যের জমি নিজের নামে নেওয়া, তথ্য গোপন করে বিক্রি এবং দখলসহ নানা অপরাধে সর্বোচ্চ কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
তিনি বলেন, প্রতারণার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করে দলিল বা ক্রয় বিক্রয় করলেও একই শাস্তির বিধান আইনের খসড়ায়। অবৈধ দখল করলে ২ বছর এবং আদেশ অমান্য করলে ২ বছর কারাদণ্ড হবে। তবে, আদালতে বাইরেও জমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সুযোগ রাখা হয়েছে।
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আইন: নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আইন ২০২৩-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই ব্যাংকের এক শতাংশ শেয়ার বাংলাদেশ পাবে। ৮০০ মিলিয়ন ডলারের দুটি বিদ্যুৎ প্রকল্পের টাকা আসবে এই ব্যাংকের মাধ্যমে।
২০১৪ সালে ব্রিকস শীর্ষ সম্মেলনে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে নতুন ব্যাংক করার ঘোষণা দেওয়া হয়েছিল। ২০২১ সালে এনডিবির বোর্ড অব গভর্নরসের সভায় নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যোগদান অনুমোদিত হয়।
মন্তব্য করুন