ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে বেসামাল হয়ে পড়েছে। ফের ক্ষমতায় যেতে না পারলে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে আছে। আমাদের কথা হলো, এমন কাজ করেন কেন যে ক্ষমতা হারালে ভয়াবহ ক্ষতির মধ্যে পড়তে হবে? গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার (পূর্ব) তৃণমূল সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম, মুফতি আখতারুজ্জামান মাহদী, হাজী ইসমাঈল হোসেনসহ নগর, থানা ও সহযোগী সংগঠনগুলোর নেতারা। সভাপতিত্ব করেন যাত্রাবাড়ী থানা (পূর্ব) সভাপতি মুহাম্মদ আল-আমিন মুন্সী।
এ ছাড়া ভারতের উত্তর প্রদেশে মুসলিম ছাত্রকে ক্লাসে ছাত্রদের দিয়ে চড় মারার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে দলটি।
মন্তব্য করুন