কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৮:১১ এএম
প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগকে সক্রিয় করার অপচেষ্টায় সন্ত্রাসী মোঘল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ
আওয়ামী লীগকে সক্রিয় করার অপচেষ্টায় সন্ত্রাসী মোঘল

রাজনৈতিক একটি মহলের নির্দেশনায় সম্প্রতি দেশে ফিরে এক সন্ত্রাসী নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির নানামুখী তৎপরতায় লিপ্ত হয়েছেন বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে অস্থায়ী জামিনও পেয়েছেন তিনি। আলোচিত এই সন্ত্রাসীর নাম তারিকুল ইসলাম মোঘল। আওয়ামী লীগ নেতা পরিচয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি। ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনিও গা-ঢাকা দিয়েছিলেন। তবে বছর না ঘুরতেই দেশে ফিরে ফের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষমতাচ্যুতির বছর না ঘুরতেই আবারও মাথা চাড়া দিয়ে ওঠার অপতৎপরতা শুরু করেছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে বিদেশে পালিয়ে যাওয়া দলটির নেতাদের কেউ কেউ সাম্প্রতিককালে দেশে ফিরে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছেন। একই অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের নেতা সন্ত্রাসী তারিকুল ইসলাম মোঘলের বিরুদ্ধেও। সম্প্রতি তিনি দেশে ফিরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি ওই রূপগঞ্জে আওয়ামী লীগকে পুনর্গঠনের লক্ষ্যে নানা তৎপরতা চালাচ্ছেন। এ কাজে স্থানীয় একটি পক্ষ তাকে মদদ দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগের সভাপতি রফিকুল ইসলামের ভাই এবং আওয়ামী সন্ত্রাসী তারিকুল ইসলাম মোঘল নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় দুই শতাধিক সশস্ত্র আওয়ামী ক্যাডারকে। আর এ কাজে মোঘলকে অস্ত্রের জোগান দিচ্ছে তার অন্য তিন ভাই রফিকুল ইসলাম, সফিকুল ইসলাম এবং আমিনুল হক খোকন। এদের মধ্যে সফিকুল ইসলামের নামে খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজিসহ ২০টিরও বেশি মামলা রয়েছে। ৫ আগস্টের পর আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা গা-ঢাকা দিলেও রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে মোঘল গং। দেশে ফিরে আবারও খুন, চাঁদাবাজি, নারী নির্যাতন, জমি দখলসহ নানা অপরাধে লিপ্ত হয়েছে একাধিক মামলার ফেরারি আসামি আওয়ামী সন্ত্রাসী মোঘল।

অনুসন্ধানে আরও জানা যায়, রাজধানীর পার্শ্ববর্তী পূর্বাচল এলাকা সন্ধ্যার পরপরই জনমানবহীন হয়ে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে দেশের পরিবেশ-পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে মোগলের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী। সম্প্রতি রাজধানীর পার্শ্ববর্তী পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় একের পর এক সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত হচ্ছে। ওই এলাকায় ঘুরতে যাওয়া দর্শনার্থীদের মোবাইল ফোন, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্রও হাতিয়ে নিচ্ছে মোঘলের সন্ত্রাসী বাহিনী। এ ছাড়াও রূপগঞ্জ ও আশপাশের এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক মোটা অঙ্কের চাঁদা আদায় করছে তারা। চাহিদামতো চাঁদা না দিলে ব্যবসায়ীদের ওপর নেমে আসে নির্যাতনের খড়্গ।

গত বছর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমাতে অর্থ ও অস্ত্রের জোগানদাতা মোঘল কীভাবে দেশে ফিরল এবং ইমিগ্রেশন পার হলো তা নিয়েও প্রশ্ন উঠেছে। এলাকায় সাধারণের মধ্যেও এ নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ভাই মোঘল এখন যুবলীগ নেতা থেকে ভোল পাল্টে অন্য দলের ঘাড়ে সওয়ার হয়েছে।

রূপগঞ্জ থানা ও আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৪ এপ্রিল প্রতারণার অভিযোগে মোঘলের নামে নারায়ণগঞ্জ আদালতে দুটি সিআর মামলা দায়ের হয়, মামলা দুটি এখনো তদন্তনাধীন। এ ছাড়া রূপগঞ্জ থানায় ২০২৩ সালেও হত্যাচেষ্টার অভিযোগে তার নামে একটি মামলা (মামলা নং-৩১৬) দায়ের হয়। তার বিরুদ্ধে বাছির হত্যা মামলা, বাদশা মেয়রকে হত্যাচেষ্টা ও আবুল বাশার মেয়রকে মারধরের অভিযোগেও রূপগঞ্জ থানায় মামলা রয়েছে। এ ছাড়াও একই থানায় তার নামে ২০০৯ সালে মারামারির অভিযোগে অন্য একটি মামলা (মামলা নং-৩৯) দায়ের করেন এক ভুক্তভোগী।

স্থানীয় সূত্র জানায়, অন্তত দেড় ডজন মামলার আসামি হওয়ার পরও প্রতিবারই মোঘল থেকেছে ধরাছোঁয়ার বাইরে। একসময় নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা ছিল তার। ভূমিদস্যুতার মাধ্যমে মোঘল এখন শতকোটি টাকার মালিক। চলাফেরা করেন বিলাসবহুল গাড়িতে। বসবাসের জন্য তৈরি করেছেন প্রাসাদোপম বাড়ি। বানিয়েছেন চোখধাঁধানো ডিজাইনের বাগানবাড়ি। যেখানে নিয়মিত বসে আনন্দ জলসা। অথচ দৃশ্যমান কোনো আয় না থাকলেও খাসজমি দখল, অন্যের জমি জবরদখল করে বিক্রি করাই মোঘলের প্রধান কাজ। গত সরকারের আমলে নানান অপকর্ম চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে মোঘল বাহিনী। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি দেশে ফেরার পর ফের আগের রূপে তাকে দেখা যাচ্ছে।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, কাঞ্চন পৌর এলাকায় মোঘল বাহিনীর রয়েছে অবৈধ অস্ত্রের বিশাল ভান্ডার। দেশি-বিদেশি পিস্তল, শটগান, দা-ছুরিসহ নানা অস্ত্রে সজ্জিত থাকে এই বাহিনী। মোঘলের ফাঁসির দাবিতে কাঞ্চন এলাকায় বহুবার বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। মোঘলের ছোট ভাই শফির বিরুদ্ধেও রয়েছে ট্রিপল মার্ডারের অভিযোগ।

সম্প্রতি মোঘল দেশে ফেরায় আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। যদিও তার ভয়ে এখনো প্রকাশ্যে মুখ খুলতে নারাজ অনেকেই। তবে স্থানীয়রা জানান, কেন্দুয়া এলাকায় তৈরি মোঘলের সুরম্য অট্টালিকা সবার নজর কাড়ে। বাইরে নামফলকে লেখা ‘তাওহিদ নূর প্রাসাদ’। হোল্ডিং নম্বর-০১৭৬০০। এই বাড়িতে এখনো বসে অবৈধ জুয়ার আসর। চলে ক্যাসিনো। দেশে ফেরার পর তাকে ওই বাড়িতে বসবাস করতে দেখা না গেলেও গভীর রাতে সেখানে তার আসা-যাওয়া রয়েছে বলে স্থানীয়দের দাবি।

কাঞ্চন পৌর এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোঘলের বাহিনীতে রয়েছে অবৈধ অস্ত্রধারী দুই শতাধিক ক্যাডার। তার ক্যাডার বাহিনীর ভয়ে তটস্থ ওই এলাকার মানুষ। মোঘলের বিরুদ্ধে তাদের অভিযোগেরও শেষ নেই। কাঞ্চন পৌর এলাকা ও কেন্দুয়ার মানুষ যেন এই মোঘল সাম্রাজ্যের প্রজা! এই অপরাধী নানা যোগসাজশের মাধ্যমে স্থায়ী জামিনলাভেরও অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পতিতাবৃত্তি চক্রের হাতে পাচার বাংলাদেশি শিশু

আইনজীবীদের হট্টগোল / ‘বিচার বিভাগকে ধ্বংস করে তারা এখন মায়া কান্না দেখাতে এসেছেন’

এক মসজিদে ৩৩ বছর, ফুলসজ্জিত গাড়িতে ইমামের বিদায়

ইসরায়েলকে ধাঁধায় ফেলতে ইরানের নতুন কৌশল

ফ্রিজে রাখা ময়দা কি আসলেই বিষ? জানুন পুষ্টিবিদের বক্তব্য

কেবিনে অতিরিক্ত তাপমাত্রা, ২০ মিনিট উড়েই ঢাকায় ফিরল ফ্লাইট

কাকে ভোট দেবেন, সিদ্ধান্ত নেননি ৪৮ শতাংশের বেশি মানুষ : জরিপ

স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

সাবেক ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবিতে আলটিমেটাম

চলন্ত বাইকে নিয়ে যাচ্ছিলেন নারীর মরদেহ, অতঃপর...

১০

৫ আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে : এ্যানি

১১

গণধোলাই দিয়ে ‘গামছা মোস্তফা’কে পুলিশে দিল জনতা

১২

‘জিরো রিটার্ন’ জমা দিলে শাস্তি, কী বলছে আইন

১৩

বাজারে আসছে নতুন টাকার নোট, আসল-নকল চিনবেন কীভাবে

১৪

এবার গাজীপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ

১৫

ম্যাজিকম্যান সৈকত নাসিরের নয়া কৌশল

১৬

গাজীপুরে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত

১৭

গায়ে রোদ লাগান কতটা উপকারী ?

১৮

অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাওয়ার হুমকি পাক সেনাপ্রধানের, যা বলছে ভারত

১৯

মেডিকেলের পার্কিংয়ের গাড়িতে মরদেহ, কী বলেছে পুলিশ ও হাসপাতাল 

২০
X