

রাঙামাটির কাপ্তাই হ্রদে সুবলং থেকে ফেরার পথে একটি পর্যটকবাহী নৌযান উল্টে গেছে। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। অক্ষত উদ্ধার হয়েছেন সব পর্যটক।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সুবলং থেকে ফেরার পথে রাঙামাটির শীলছড়িমুখ এলাকায় নৌযানটি উল্টে যায়।
স্থানীয় ও বোটচালকদের সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই কিছুটা দূরে থাকা দুটি স্পিডবোট দিয়ে কয়েকজনকে উদ্ধার করে। পরে আশপাশ দিয়ে চলাচল করা বোটগুলো উদ্ধার কাজে যোগ দেয়। এতে বোটটিতে থাকা চার শিশুসহ ১৯ পর্যটকের সবাই প্রাণে রক্ষা পান। কেউ আহত হননি।
পর্যটকরা দুটি দলে চট্টগ্রাম ও পাবনা থেকে আসেন। তারা সুবলং পর্যটন স্পট ঘুরে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় পর্যটকরা সবাই বোটের ছাদে ছিলেন। তাদের গায়ে ছিল না কোনো লাইফ জ্যাকেট। তারা একপাশ হয়ে যাওয়াতে বোটটি উত্তর পাশে হেলে গিয়ে বোটে পানি ঢুকে যায় এবং ডুবে যায়। তবে কাঠের বোট হওয়ায় বোটের একপাশ ভেসে থাকে। এতে প্রাণে রক্ষা পান পর্যটকরা।
দুর্ঘটনার পর উদ্ধার করতে যাওয়া নৌযান লঞ্চ ‘এম এল সুমি’ করে রাঙামাটি শহরে ফেরেন পর্যটকরা।
টুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেন, পর্যটকবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে শুনেছি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাঙামাটি কাপ্তাই হ্রদে প্রায় প্রতি বছর পর্যটকবাহী নৌযান ডুরির ঘটনা ঘটে থাকলেও বোটে লাইফ জ্যাকেট রাখার বিষয়ে উদাসীন বোটচালকরা। শৃঙ্খলা ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও আইনের প্রয়োগ দেখা যায় না।
মন্তব্য করুন