সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিএনপি নেতাকর্মীদের ভিড়। ছবি : কালবেলা
জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিএনপি নেতাকর্মীদের ভিড়। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (২৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে স্মৃতিসৌধ এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কর্মসূচি অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

সরেজমিনে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় দেখা যায়, নিরাপত্তা নিশ্চিত করতে স্মৃতিসৌধ চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্মৃতিসৌধের ভেতরে ও বাইরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সার্বিক দিকনির্দেশনা দিচ্ছেন। বেলা ১১টার দিকে মূল ফটকের সামনে ১৫-২০ জনকে বিএনপি লেখা ব্যান্ডানা মাথায় বেঁধে অপেক্ষা করতে দেখা যায়।

আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে অধিকাংশ নেতাকর্মী স্মৃতিসৌধের বাইরে অবস্থান করবেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ীই সব কার্যক্রম পরিচালিত হবে।

দুপুর ১২টার দিকে স্মৃতিসৌধের দ্বিতীয় ফটকের সামনে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন ও ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আতিকুর রহমানকে নেতাকর্মীদের নিয়ে অপেক্ষা করতে দেখা যায়।

এ সময় আসাদুজ্জামান মোহন বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। স্বৈরাচার আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে আমরা দীর্ঘদিন সম্মিলিতভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারিনি। আজ সেই সুযোগ এসেছে। দিনটি সাভারবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম। তিনি জানান, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা শিবিরে আগুন, কোটি টাকার ক্ষয়-ক্ষতি

‘নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কোনো জজ সাহেবের কলমের খোঁচায় নির্ধারিত হয় না’

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

গ্যাস নিয়ে গ্রাহকদের দুঃসংবাদ দিল তিতাস

তিনি আসলেন, দেখলেন, জয় করলেন : সালাহউদ্দিন

ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি যেভাবে নির্বাচিত হন

বছরের শেষ সময়ে একসঙ্গে জায়েদ-ফারিয়া

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন দিয়ে লাশ নিতে বললেন স্বামী

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত 

ছাত্রশিবিরের নতুন সভাপতি কে এই সাদ্দাম?

১০

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

১১

তারেক রহমানের বক্তব্য নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার 

১২

ছাত্রশিবিরের নতুন সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম

১৩

কাপ্তাই হ্রদে ১৯ পর্যটক নিয়ে উল্টে গেল নৌযান

১৪

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

১৫

জিয়া উদ্যানের পথে তারেক রহমান

১৬

সিলেটের ব্যাটিং দিয়ে শুরু হল বিপিএলের দ্বাদশ আসর

১৭

বাংলাদেশিদের জন্য সুখবর দিল থাইল্যান্ড

১৮

ঢক ঢক করে পানি খান? এই অভ্যাস বদলালে যেসব উপকার পাবেন

১৯

টাক পড়ার সঙ্গে কি হার্টের অসুখের কোনও যোগ আছে? যা বলছে বিজ্ঞান

২০
X