

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান।
বুধবার (২৪ ডিসেম্বর) রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ব্যারিস্টার তৌফিকুর রহমানের ব্যক্তিগত সহকারী মো. সানাউল্লাহ। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। ফরম সংগ্রহের সময় সানাউল্লাহর সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ফরম সংগ্রহের কথাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, তৌফিকুর রহমানকে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মনোনয়নপত্র দেওয়া হয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, তৌফিকুর রহমান নামে যুবলীগের এক নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে শুনেছি। তবে ওনার বিরুদ্ধে রায়পুরা থানায় কোনো মামলা নেই। অন্য থানায় মামলা আছে কিনা চেক করে পরে জানাতে হবে।
ব্যারিস্টার তৌফিকুর রাহমান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটি সদস্য হয়েছেন- বঙ্গবন্ধুর সেজ বোন আমেনা বেগম এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নাতি। তিনি বরিশাল-১ আসনোর সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ তার মামা।
উল্লেখ্য, ব্যারিস্টার তৌফিকুর রাহমান কবি শামসুর রহমানের ভাই ব্যারিস্টার তোফায়েলুর রাহমানের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং নরসিংদী জেলা আইনজীবী পরিষদের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। এর আগেও জাতীয় নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মনোনায়ানপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার তৌফিকুর রাহমান।
মন্তব্য করুন