শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

২২ বছর পর ইউপি চেয়ারম্যানের পদ ছাড়লেন জামায়াতের এমপি প্রার্থী

২২ বছর পর ইউপি চেয়ারম্যানের পদ ছেড়ে এমপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করছেন জামায়াত নেতা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। ছবি : কালবেলা
২২ বছর পর ইউপি চেয়ারম্যানের পদ ছেড়ে এমপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করছেন জামায়াত নেতা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে অংশগ্রহণের লক্ষ্যে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিমের কার্যালয়ে উপস্থিত হয়ে স্বেচ্ছায় স্ব-জ্ঞানে এ পদত্যাগপত্র জমা দেন তিনি।

এ সময় পদত্যাগপত্র গ্রহণকালে উপস্থিত ছিলেন- টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিক চৌধুরী। নির্বাচনী আইন ও আচরণবিধি সম্পূর্ণভাবে অনুসরণ করেই এই পদত্যাগ কার্যক্রম সম্পন্ন করা হয়। দীর্ঘ ২২ বছর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা ও নির্বাচন আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ পদ থেকে পদত্যাগ করে তিনি দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

পদত্যাগপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুর হোসেন ছিদ্দিকী, টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিক উল্লাহ, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির রবিউল আলম, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, শহিদুল ইসলাম, মো. ইউনুস, মোস্তাক আহমদসহ শুভানুধ্যায়ী ও অন্যান্য নেতারা।

একইদিনে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিমের কার্যালয় থেকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, আমি ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পর আজ নির্বাচনী আইন ও আচরণবিধির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে পদত্যাগ করেছি। ইনশাহআল্লাহ, কক্সবাজার-৪ উখিয়া–টেকনাফ আসনের জনগণ আমাকে সুযোগ দিলে দুর্নীতিমুক্ত, মানবিক ও ইসলামি মূল্যবোধভিত্তিক সেবা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করব।

তিনি আরও বলেন, সকল শ্রেণিপেশার মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি। জনগণের অধিকার নিশ্চিত করতে, জনগণকে সেবা দেওয়ার জন্য ও ন্যায় ইনসাফ যাতে সমাজে কায়েম করতে পারি সে উদ্দেশ্য নিয়ে আমি প্রার্থী হয়েছি। আমার প্রধান পুঁজি হচ্ছে জনগণের ভালোবাসা। সে ভালোবাসা নিয়ে বলছি, আমি সকলের দোয়া ও সমর্থন চাই। হোয়াইক্যং ইউনিয়নবাসীর প্রতি আমি চিরকৃতজ্ঞ। তাদের ভালবাসা আমি কোনোদিন ভুলব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনগামী জাহাজকে লাখ টাকা জরিমানা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দিপু হত্যায় ৪ আসামির আদালতে স্বীকারোক্তি

পিকনিকের খিচুড়ি রান্না করতে গিয়ে দগ্ধ ৩

ঢাকায় মহাসমাবেশের তারিখ জানাল ইসলামী আন্দোলন

২২ বছর পর ইউপি চেয়ারম্যানের পদ ছাড়লেন জামায়াতের এমপি প্রার্থী

হাদির খুনিকে পার করেন যে দুই নেতা, দিতে হলো যত টাকা

সীমান্তে পুশইনের চেষ্টায় বিজিবির বাধা, ১৪ ভারতীয় নাগরিককে ফেরত

তারেক রহমানের প্রত্যাবর্তনে হাসনাতের প্রত্যাশা

ফিলিস্তিনি বংশোদ্ভূত নাসরি আফসুরা হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচিত

১০

ডিবি পরিচয়ে সাবেক ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার চেষ্টা, অতঃপর...

১১

শুক্রবার গ্যাসের চাপ ১৮ ঘণ্টা কম থাকবে যেসব এলাকায়

১২

সিলেট–রাজশাহী ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আসর

১৩

পে স্কেল নিয়ে নতুন সিদ্ধান্তে সরকারি কর্মচারীরা

১৪

রক্ত বের হওয়ার উৎস খুঁজতে মিলল মরদেহ

১৫

দেখে নিন বিপিএলের দলগুলোর অধিনায়কের নাম

১৬

চট্টগ্রাম বন্দর : আধুনিক ব্যবস্থাপনায় আঞ্চলিক বাণিজ্যের নতুন ঠিকানা

১৭

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানকে বাংলাদেশের ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ

১৮

চট্টগ্রামের মালিকানা নিজেদের হাতে নেওয়ার কারণ জানাল বিসিবি

১৯

শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা

২০
X