

বিপিএল শুরুর ঠিক এক দিন আগে সব জল্পনার অবসান ঘটিয়ে অধিনায়কের নাম ঘোষণা করেছে রংপুর রাইডার্স। ধারণা অনুযায়ী, এবারও দলটির নেতৃত্বে থাকছেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।
২০১৭ সালের চ্যাম্পিয়নরা আজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সোহানের নেতৃত্ব। সাম্প্রতিক বছরগুলোতে ঘরোয়া ক্রিকেট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় তার ওপরই আস্থা রেখেছে রংপুর শিবির।
রংপুরের পাশাপাশি আজ নিজেদের অধিনায়কের নাম প্রকাশ করেছে টুর্নামেন্টের অন্য দলগুলোও। বিপিএলে প্রথমবার অংশ নেওয়া নোয়াখালী এক্সপ্রেস নেতৃত্বের দায়িত্ব দিয়েছে সৈকত আলীর হাতে। এর আগে বিপিএলে কখনো অধিনায়কত্ব না করা এই অলরাউন্ডারের জন্য এটি বড় চ্যালেঞ্জ।
চট্টগ্রাম কিংসও নতুন মুখের ওপর ভরসা রেখেছে। দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মেহেদী, যিনি আগে কখনো বিপিএলে নেতৃত্ব দেননি। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুনকে।
এবারের আসরে সিলেট টাইটান্সকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। আর রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের ব্যাটার নাজমুল হোসেন শান্তকে।
সব মিলিয়ে বিপিএলের দ্বাদশ আসরে অভিজ্ঞ ও নতুন—দুই ধরনের অধিনায়কের মিশেলে শুরু হচ্ছে নেতৃত্বের নতুন গল্প।
| দল | অধিনায়ক |
|---|---|
| রংপুর রাইডার্স | নুরুল হাসান সোহান |
| সিলেট টাইটান্স | মেহেদী হাসান মিরাজ |
| রাজশাহী ওয়ারিয়র্স | নাজমুল হোসেন শান্ত |
| ঢাকা ক্যাপিটালস | মোহাম্মদ মিঠুন |
| চট্টগ্রাম রয়্যালস | শেখ মেহেদী |
| নোয়াখালী এক্সপ্রেস | সৈকত আলী |
মন্তব্য করুন