যশোর ও অভয়নগর প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৭:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

উৎসবের আমেজ নেই ১৯ মতুয়া পরিবারে

যশোরের অভয়নগর
খাবারের জন্য শাপলা সংগ্রহ করে বাড়ি ফিরছেন মতুয়া সম্প্রদায়ের এক নারী। ছবি : কালবেলা
খাবারের জন্য শাপলা সংগ্রহ করে বাড়ি ফিরছেন মতুয়া সম্প্রদায়ের এক নারী। ছবি : কালবেলা

গত ২২ মে যশোরের অভয়নগরে স্থানীয় বিএনপি নেতা তরিকুল ইসলাম সরদার হত্যাকাণ্ডের ঘটনা কেন্দ্র করে উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামে মতুয়া সম্প্রদায়ের ১৯টি পরিবারের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনার পর থেকে মতুয়া পরিবারগুলোর মধ্যে আতঙ্ক তো আছেই, তবে সবচেয়ে বড় আতঙ্ক জলাবদ্ধতা। পানিবন্দি মানুষগুলো তিনবেলা আহার জোটাতেই হিমশিম খাচ্ছে। এ অবস্থায় এবারের দুর্গাপূজা তাদের জন্য চরম বিলাসিতা। ৪ মাস ধরে তাদের দিন চলে মাছ শিকার ও শাপলা বিক্রি করে।

সরেজমিন দেখা গেছে, সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামের চারিদিকে পানি আর পানি। জলাবদ্ধতায় বাড়েধাপাড়ার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যাতায়াতের একমাত্র বাহন তালগাছের ডোঙা। বসতঘরের বারান্দা থেকে রাস্তা পর্যন্ত নির্মাণ করা হয়েছে বাঁশের সাঁকো। গত মে মাসের ওই ঘটনার পর থেকে এখনো অনেক পরিবারের পুরুষ সদস্যরা রয়েছেন আত্মগোপনে। অধিকাংশ পরিবারের সদস্যরা জলাবদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

সংবাদকর্মী দেখে বাড়েধাপাড়ার প্রশান্ত বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস বলেন, গত ২২ মে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম হত্যার ঘটনা কেন্দ্র করে আমাদের মতুয়া সম্প্রদায়ের ১৮টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে আমাদের ঘরবাড়ি, আসবাব, বছরের জন্য মজুত খাবার পুড়ে ছাই হয়ে যায়। প্রাণ বাঁচাতে আমরা পাশের গ্রামে পালিয়ে যাই। পরবর্তী সময়ে পাল্টাপাল্টি মামলা হলে আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারের পুরুষ সদস্যদের মধ্যে পাঁচজনকে আটক করে পুলিশ। অন্যরা গ্রেপ্তার আতঙ্কে গ্রাম ছেড়ে আত্মগোপনে চলে যান। বর্তমানে ওই মামলা চালানোর মতো সামর্থ্য আমাদের নেই।

মৃত পাগল চান বিশ্বাসের স্ত্রী সবিতা বিশ্বাস বলেন, দুর্গাপূজা শুরু হলেও উৎসব করার মতো অবস্থা আমাদের নেই। কারণ, যে মৎস্যঘের নিয়ে দ্বন্দ্বে একজন খুন হলেন, সেই মৎস্যঘেরের মাছ লুট হয়েছে। এখন দিনের খাবার জোগাতে কষ্ট হয়। বাড়ির বৃদ্ধ ও শিশুদের জন্য নতুন পোশাক কেনার টাকা নেই। শিকার করা মাছ বাজারে বিক্রি করে চাল কিনতে হচ্ছে। প্রতিদিন শাপলা দিয়ে ভাত খেতে হয়। খুবই কষ্টে জীবন চলছে। এর মধ্যে উৎসব করার ইচ্ছা বা সামর্থ্য কিছুই আমাদের নেই।

মৃত গোপাল বিশ্বাসের ছেলে বিষ্ণুপদ বিশ্বাস বলেন, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পর সেনাবাহিনী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন ঘর নির্মাণসহ সংস্কার ও আসবাব দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে চাল ও নগদ টাকা দেওয়া হয়েছিল। বর্তমানে কেউ খবর রাখে না। আমরা মতুয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছি।

সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিকাশ রায় কপিল বলেন, মতুয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি-বেসরকারিভাবে কিছু সহযোগিতা পেয়েছিল। তবে দুর্গোৎসবে তাদের জন্য কোনো সহযোগিতা আসেনি। তারপরও পরিষদের উদ্যোগে তাদের জন্য চেষ্টা করা হচ্ছে।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল ফারুক বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মতুয়া সম্প্রদায়ের অসহায় ওই পরিবারগুলোর জন্য পূজার মধ্যেই কিছু উপহার দেওয়া চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১০

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

১১

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

১২

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

১৩

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

১৪

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, গ্রেপ্তার ৪ 

১৫

শিক্ষা ক্যাডারে পদোন্নতি, সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা

১৬

ডেজার আলোচনা সভা ও স্মরণিকা উন্মোচন

১৭

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০, আহত সাড়ে চারশর বেশি

১৮

তারেক রহমানের জন্মদিনে রক্তস্পন্দনের ব্যতিক্রমী উদ্যোগ

১৯

শুক্রবারও কমলো স্বর্ণের দাম

২০
X