কমলাপুর আইসিডি কনটেইনার টার্মিনালের চারদিকে এক সময় সুরক্ষিত দেয়াল ছিল। বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ চলমান থাকায় টার্মিনালটি অরক্ষিত অবস্থায় আছে। অবাধে যাতায়াত বাড়ছে সাধারণ মানুষের। এতে পণ্যসহ মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কাস্টম হাউস কমলাপুরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
গত ৩১ জুলাই অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা কমলাপুর আইসিডির কনটেইনার হ্যান্ডেলিং, আইসিডি ইয়ার্ড ও ডেলিভারি গেট পরিদর্শন করেন। তারা কমলাপুর আইসিডির কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ী এবং সিঅ্যান্ডএফ এজেন্টসহ অন্যান্য স্টেক হোল্ডারের সঙ্গে বৈঠক করেন। তারা আইসিডির কার্যক্রম ও বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। আইসিডির কাস্টমস ভবনে লিফট স্থাপনসহ ভবনটি সংস্কারের উদ্যোগ গ্রহণ এবং আইসিডিতে কনটেইনারবাহী ট্রেন বাড়ানোর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। এ ছাড়া উপদেষ্টারা আইসিডির বিষয়ে মাস্টার প্ল্যান করার কথা বলেন। অর্থনীতির স্বার্থে আমদানি-রপ্তানি পণ্য চালান যাতে সুরক্ষিত এবং নির্বিঘ্ন হয়, তার জন্য নির্দেশনাও দেন তারা।
উপদেষ্টারা পরিদর্শন ও নির্দেশনা দেওয়ার দুই মাস পেরিয়ে গেলেও কোনো ধরনের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগের মতোই অরক্ষিতই আছে কমলাপুর কনটেইনার টার্মিনাল। এরই মধ্যে কাস্টম হাউস কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে পড়ে থাকা কনটেইনার নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে। এ সময়ে টার্মিনালের ভেতরে সর্বসাধারণের অবাধ যাতায়াত বন্ধ করতে এবং পণ্য চালানের সুরক্ষা চান তারা। এ পরিস্থিতিতে তাদের আশঙ্কা বিভিন্ন টিনের বেড়া থাকার কারণে কনটেইনার থেকে পণ্য চুরি হতে পারে।
কাস্টম কর্তৃপক্ষও বলছে, অসাধু চক্র টার্গেট করে যদি কনটেইনারের পণ্য চুরি করতে চায়, তাহলে টেকানো খুবই মুশকিল। কারণ হিসেবে তারা বলছেন, টিনের ভাঙা বেড়া টপকিয়ে যে কেউ পণ্য নিয়ে যেতে পারবে। তাই দ্রুত টার্মিনালের দেয়ালগুলো সুরক্ষিত রাখা প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর কাস্টম হাউসের কমিশনার ড. নাহিদা ফরিদী কালবেলাকে বলেন, কাস্টম হাউসের বিভিন্ন স্থানে দেয়াল নেই। টিন দিয়ে মোড়ানো আছে। তাতে আসলে সুরক্ষা কতটুকু, তাই কনটেইনারবাহী গুরুত্বপূর্ণ পণ্য সুরক্ষিত রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
সরেজমিন আইসিডি কনটেইনার টার্মিনালে দেখা গেছে, টার্মিনালের কিছু স্থানে বসে আড্ডা দিচ্ছেন কিছু মানুষ। একদিকে সর্বসাধারণের যাতায়াত, অন্যদিকে কনটেইনার ভর্তি পণ্য। শুধু টিনের বেড়া নয়, বেড়ার ফাঁক দিয়ে যে কোনো মানুষ সহজে ভেতরে ঢুকতে পারছেন। দিনের বেলায় সর্বসাধারণের অবাধ যাতায়াত, রাতে আরও বেশি অরক্ষিত অবস্থায় থাকছে।
এ বিষয়ে কমলাপুরের ডেপুটি টার্মিনাল ম্যানেজার আশরাফ করিম কালবেলাকে বলেন, কমলাপুরে সরকারের মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আন্ডারপাসের কাজ চলমান। যার কারণে চারিদিকে অস্থায়ী (টেমপোরারি) একটা দেয়াল রয়েছে। কিছু জায়গায় টিনের বেড়াও দেওয়া হয়েছে। তবে দেয়াল নির্মাণে এরই মধ্যে রেলওয়ে কাজ শুরু করেছে।
মন্তব্য করুন