কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

উন্নত মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য জাতীয় কৌশল উপস্থাপিত

রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ ও অংশীজনরা। ছবি : সংগৃহীত
রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ ও অংশীজনরা। ছবি : সংগৃহীত

‘কোনও কন্যা বা নারী যেন পিছিয়ে না থাকে’— এই নীতিকে বাস্তবে রূপ দিতে জাতীয় রোডম্যাপে নির্ধারিত মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক আচরণ পরিবর্তনগত যোগাযোগ কৌশলের আটটি কৌশলগত অগ্রাধিকার বাস্তবায়নের তাগিদ দিয়েছেন জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ ও অংশীজনরা।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত ওয়াটারএইড বাংলাদেশ, এমএইচএম প্ল্যাটফর্ম এবং ইউরোপের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড লিন্ডেক্স-এর সহযোগিতায় এই অনুষ্ঠানে এ সংক্রান্ত গবেষণা সবার সামনে তুলে ধরে আইসিডিডিআর,বি।

ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি লিড ফাইয়াজউদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. জিনাত সুলতানা, অতিরিক্ত পরিচালক (গবেষণা), পরিবার পরিকল্পনা অধিদপ্তর; মোহাম্মদ রাবিউল ইসলাম, অতিরিক্ত পরিচালক (সামাজিক সুরক্ষা), সমাজসেবা অধিদপ্তর এবং কাজী মোহাম্মদ ইকবাল হোসেন, সাউথ এশিয়া সাসটেইনেবিলিটি ম্যানেজার, লিন্ডেক্স।

মূল গবেষণা উপস্থাপন করেন আইসিডিডিআর,বির মাতৃ ও শিশুর স্বাস্থ্য বিভাগের এবিএম রাশেদুজ্জামান এবং বিধান কৃষ্ণ সরকার। স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি ভাগ করে নেন, যা জাতীয় পর্যায়ে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়নে ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যথাযথ মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য জনআচরণ পরিবর্তনের লক্ষ্যে কার্যকর কৌশল বাস্তবায়নের জন্য প্রয়োজন তথ্য-উপাত্তভিত্তিক, প্রমাণ সমৃদ্ধ হস্তক্ষেপ এবং ঘনিষ্ঠ বহু-খাতের সমন্বয়। আলোচনায় জাতীয় পর্যায়ে এ সংক্রান্ত জ্ঞান, মনোভাব ও অনুশীলন আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা উঠে আসে। আইসিডিডিআর,বি পরিচালিত গবেষণাটি আচরণগত নির্ধারক, বিদ্যমান ঘাটতি এবং প্রোগ্রাম্যাটিক চ্যালেঞ্জগুলো চিহ্নিত করেছে, যা ভবিষ্যৎ কার্যক্রমকে আরও লক্ষ্যভিত্তিক ও ফলপ্রসূ করতে সহায়তা করবে।

শহর, গ্রাম, দুর্গম ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকায় ইতোমধ্যে চলমান আচরণ পরিবর্তন কার্যক্রমের প্রেক্ষাপটে গবেষণার ফলাফল ও প্রস্তাবিত কৌশল সংশ্লিষ্ট সকল অংশীজনের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়। এ ধরনের উদ্যোগ জাতীয় মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা কৌশল ২০২১-এর বাস্তবায়নকে আরও সুশৃঙ্খল ও শক্তিশালী করবে বলে মত দেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে উপস্থাপিত প্রস্তাবিত মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য আচরণ পরিবর্তন যোগাযোগ কৌশলটি গবেষণালব্ধ তথ্য এবং বিদ্যমান শিক্ষা ও সচেতনতামূলক উপকরণের বিশ্লেষণের ভিত্তিতে তৈরি। অংশীজনরা যৌথভাবে যেসব অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করেন, তা ভবিষ্যতে আরও প্রেক্ষিতভিত্তিক, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক যোগাযোগ উপকরণ উন্নয়নে দিকনির্দেশনা দেবে। এসব উপকরণ বিশেষ করে ছেলে/পুরুষসহ বিভিন্ন ভৌগোলিক ও প্রোগ্রাম্যাটিক প্রেক্ষাপটে কর্মরত অংশীজনদের প্রয়োজন পূরণে সহায়ক হবে।

এই গবেষণাটি পরিচালিত হয়েছে ‘বস্ত্রশিল্প খাতে স্থিতিশীল ও সক্ষম পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি ব্যবস্থা— নারীকেন্দ্রিক টেকসই পোশাক খাত গড়ে তোলা’ প্রকল্পের আওতায়, যা ওয়াটারএইড বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) বাস্তবায়ন করছে। লিন্ডেক্সের সহায়তায় পরিচালিত এই প্রকল্প নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি অঙ্গীকার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক পরিবর্তন আনার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনসালট্যান্ট পদে চাকরি দেবে এসএমসি, নেই বয়সসীমা

বিশ্বকাপ বয়কট করলেই নিষিদ্ধ হবে পাকিস্তান, আইসিসির হুমকি

সমালোচনা আর দোষারোপে মানুষের পেট ভরবে না : তারেক রহমান

‘আলফা এ আই’- এর ঘরে প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক

প্যারোল কী? বন্দিরা কখন ও কীভাবে প্যারোল পান

গণঅধিকার পরিষদের ১৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সাহরি-ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি, ইসলামিক ফাউন্ডেশনের ব্যাখ্যা

গণপিটুনিতে রুপলাল-প্রদীপ হত্যাকাণ্ড, প্রধান আসামি গ্রেপ্তার

৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের ছাত্র আন্দোলন : তারেক রহমান

১০

‘সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত, কেউ আমাদের খোঁজ নিচ্ছে না’

১১

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ছে যত

১২

প্রতিহিংসা নয়, ঐক্যের রাজনীতি চাই : হাবিব

১৩

সালাম দিয়ে তারেক রহমান জানতে চাইলেন, ‘অনরা ক্যান আছেন?’

১৪

এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ

১৫

বয়সের সঙ্গে বদলায় শরীরের পুষ্টির চাহিদা

১৬

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

১৭

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

১৮

নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

১৯

আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেম সেল থেরাপি

২০
X