কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৭:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

পাঁচ দিনে পুঁজিবাজারে মূলধন কমেছে ১০৭৬৮ কোটি টাকা

ডিএসই ও সিএসই
পাঁচ দিনে পুঁজিবাজারে মূলধন কমেছে ১০৭৬৮ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। এ সময় ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে বাজার মূলধন কমেছে ১০ হাজার ৭৬৮ কোটি ৩৬ লাখ টাকা।

গতকাল শনিবার ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩২ দশমিক ৭ পয়েন্ট বা ২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৪৮ দশমিক ৮০ পয়েন্ট বা ২ দশমিক ৩৪ শতাংশ কমে ২ হাজার ৩৩ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ৩৭ দশমিক ৭১ পয়েন্ট বা ৩ দশমিক ২২ শতাংশ কমে ১ হাজার ১৩৪ পয়েন্টে নেমেছে। তবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সূচক ডিএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ৯৫ দশমিক ১৬ পয়েন্ট বা ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ পয়েন্টে।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৭ হাজার ১২৬ কোটি ৭৮ লাখ টাকা। আর গত সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ২৫ হাজার ৬৩ কোটি ১৬ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে মূলধন কমেছে ৭ হাজার ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা।

এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৩ হাজার ২৮৫ কোটি ৬৩ লাখ টাকা। আর গত সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ৪২৫ কোটি ৩১ লাখ টাকা। গত সপ্তাহ ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। তবে লেনদেন হয়নি ১৭টির।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩২ দশমিক ৩৩ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৪৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক দশমিক ৯৯ শতাংশ কমে ১২ হাজার ৯৭৭ পয়েন্টে, সিএসসিএক্স সূচক দশমিক ৮২ শতাংশ কমে ৯ হাজার ১৮৮ পয়েন্টে, সিএসআই সূচক দশমিক ৭০ শতাংশ কমে ৯৪৮ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ৭ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ২ হাজার ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৭ হাজার ৫৮৮ কোটি ৬১ লাখ টাকা। আর গত সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ২০ হাজার ৪২০ কোটি ৬০ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২ হাজার ৮৩১ কোটি ৯৮ লাখ টাকা।

গত সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৬৬ কোটি ৬১ লাখ টাকা। আর এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪১ কোটি ৯৯ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২৪ কোটি ৬২ লাখ টাকা। সিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার ও ইউনিট দর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি : আমিনুল হক

মিসরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ট্রাম্প

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

১০

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

১১

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

১২

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

১৩

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৪

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

১৫

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১৬

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

১৭

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

১৮

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

১৯

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

২০
X