ক্ষমতাসীন দলের গতবারের নির্বাচনী ইশতেহারের সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। গতকাল ইসকন মন্দিরে সভায় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় অন্য কোনো রাজনৈতিক দল ও নেতাদের ওপর আস্থা রাখি না। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখতে চাই। আশা করি, তিনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। সদিচ্ছা থাকলে নির্বাচনের আগেই সাত দফা প্রতিশ্রুতির অধিকাংশ বাস্তবায়ন সম্ভব।
দাবি আদায়ে আগামী ২২ থেকে ২৪ সেপ্টেম্বর গণঅনশন ও গণঅবস্থান এবং ৬ অক্টোবর মহাসমাবেশ সফল করতে ইসকনের প্রতি আহ্বান জানান পরিষদের নেতারা। সভায় ছিলেন ইসকনের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, শ্রীপাদ অমানি কৃষ্ণ দাস ব্রহ্মচারী, শ্রীপাদ চিন্ময় গদাধর দাস, শ্রীমান মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, সুমোহন মুকুন্দ দাস ব্রহ্মচারী, রবীন্দ্রনাথ বসু, বাপ্পাদিত্য বসু, সুবল ঘোষ, সুমন গোস্বামী পুলক প্রমুখ।
মন্তব্য করুন