কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

দাবি আদায়ে টানা ৯ দিন ধরে কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা

হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন
দাবি আদায়ে টানা ৯ দিন ধরে কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা

নিয়োগবিধি সংশোধন, বেতনবৈষম্য দূরীকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের দাবিতে টানা ৯ দিন ধরে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। দীর্ঘদিনের বঞ্চনা ও কর্তৃপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তর প্রাঙ্গণ রোববার দিনভর স্লোগানে মুখর হয়ে ওঠে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে ৬৪ জেলার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক এ অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

গতকাল রোববার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সামনে দিনভর এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এর আগে গত বৃহস্পতিবার সারা দেশ থেকে কর্মসূচিতে যোগ দিতে স্বাস্থ্য সহকারীরা ঢাকায় সমবেত হওয়ার পর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য সচিব ফজলুল হক চৌধুরী চলমান আন্দোলনকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রূপ দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, তাদের প্রস্তাবিত দাবি প্রজ্ঞাপন (জিও) আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে গত ২৯ নভেম্বর শুরু হওয়া কর্মবিরতি প্রথমে তিন দিন শহীদ মিনারে চললেও পরে তারা অবস্থান নেন স্বাস্থ্য অধিদপ্তরের সামনে। এ কর্মসূচির কারণে সারা দেশের ১ লাখ ২০ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্রের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে টিকা নিতে এসে অনেক মা ও শিশু ফিরে যেতে বাধ্য হচ্ছেন। গ্রামীণ স্বাস্থ্যসেবায়ও দেখা দিয়েছে চোখে পড়ার মতো স্থবিরতা। দ্রুত সমাধান না হলে সংক্রামক রোগের ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য সহকারীদের দাবি, প্রান্তিক জনগোষ্ঠীকে বঞ্চিত করার অভিপ্রায় তাদের নেই; কিন্তু ২৭ বছর ধরে বারবার আশ্বাস পেলেও কোনো বাস্তব অগ্রগতি না হওয়ায় তারা আন্দোলনে বাধ্য হয়েছেন। তাদের অভিযোগ, স্বাস্থ্য অধিদপ্তরই তাদের দাবি বাস্তবায়নের প্রধান অন্তরায়—ভুল তথ্য পাঠানো, ফাইল ফেরত আসা এবং অকারণ জটিলতা তৈরি করায় বছরের পর বছর ধরে দাবি ঝুলে আছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতা যুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করা, ধারাবাহিক পদোন্নতি, প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্তি, বেতনস্কেল পুনর্নির্ধারণে টাইম স্কেল যুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) সম্পন্নকারীদের সমমান স্বীকৃতি প্রদান।

ফজলুল হক চৌধুরী জানান, তাদের প্রস্তাবিত দাবির ফাইল এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তৃণমূলের স্বাস্থ্যসেবায় নিয়োজিত বৈষম্যের শিকার স্বাস্থ্য সহকারীদের দাবি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। তিনি বলেন, প্রজ্ঞাপন জারি হলেই তারা কর্মস্থলে ফিরে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক ঢেঁকিতে ঐতিহ্যের ছোঁয়া

ফুটসাল বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন ব্রাজিল

জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ

পুলিশকে ছুরি মেরে পালাল আসামি

নিজ ঘরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীসহ আটক ২

পাকিস্তানের হামলায় ২৩ আফগান তালেবান সেনা নিহত

সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট শুনানির জন্য কার্যতালিকায়

সান্তোসকে অবনমন থেকে বাঁচালেন নেইমার

খুলনার চিহ্নিত সন্ত্রাসী যশোরে গ্রেপ্তার

সেল্টার কাছে রিয়ালের বিব্রতকর হার

১০

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ

১১

নতুন থেরাপি নিয়ে আশা জাগাচ্ছে এইডস চিকিৎসা

১২

বিচ্ছেদ গুঞ্জনে দিব্যা

১৩

বিষণ্নতা নাকি শুধুই ক্লান্তি

১৪

স্বাধীনতার ৫৪ বছরেও লোহাগড়ায় নির্মিত হয়নি স্মৃতিস্তম্ভ

১৫

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৪৯ হাজার

১৬

অপহরণ মামলায় আসামি ৭ বছরের শিশু

১৭

ট্রাইব্যুনালে হাসিনা আমলের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন

১৮

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৬০০ ফুট খাদে গাড়ি পড়ে নিহত ৬

১৯

আমি একা থাকতে দারুণ উপভোগ করি: অক্ষয় খান্না

২০
X