সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে তর্কে জড়ালেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল রোববার রাজধানীর লেকশোর হোটেলে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত সংলাপে দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, বাজেট কে দিচ্ছে কারা দিচ্ছে? এরা কি জনগণের কাছে জবাবদিহির কোনো সরকার? তারা কি কোনো নির্বাচিত সরকার? তারা যদি ইলেক্টেড না হয়ে থাকে, তাহলে জবাবদিহির তো কোনো প্রয়োজন নেই।
এরপর প্রধান অতিথির বক্তব্যের সময় ক্ষোভে ফেটে পড়েন মান্নান। তিনি বলেন, আমরা কোথায় কুশাসন করেছি, তার প্রমাণ দিন। খেলাধুলা করতে চাইলে গ্যালারিতে নয় মাঠে নামুন। ডাকুন তো কাল হরতাল, ডাকুন তো। দেখি ১০০ জন লোক নামাতে পারেন নাকি? অনুষ্ঠানের সঞ্চালক সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের উদ্দেশে মান্নান বলেন, আমি, আমাদের সরকার, বর্তমান বাংলাদেশ সরকার অনির্বাচিত সরকার? এই জবাবটা আপনার কাছে চাই। তারা (সিপিডি) যদি মনে করে আমরা নির্বাচিত সরকার, আমি তাদের বলব যারা রেবেলাস কথাবার্তা বলেন, অসত্য কথাবার্তা বলেন, অপমান করার চেষ্টা করেন, আপনাদের দায়িত্ব হবে অ্যাজ এ থিঙ্ক ট্যাঙ্ক ওই সম্বন্ধেও কথাবার্তা বলা।
মন্তব্য করুন